শেষ আপডেট: 18th June 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বিডিওর ডাকা বৈঠকে হেনস্থার শিকার হলেন বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। তাঁকে মারধর করার অভিযোগ উঠল জেলা পরিষদের সদস্য ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে কেশিয়াড়ির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একটি বৈঠক ডেকেছিলেন বিডিও। মূলত অর্থ তহবিলের হিসেব নিয়েই ছিল এদিনের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিজেপির দক্ষিণ মণ্ডলের সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিংহ। অভিযোগ, তিনি বৈঠকে উপস্থিত হওয়া মাত্রই তাঁর ওপর চড়াও হন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তাঁদের সঙ্গে যোগ দেন জেলা পরিষদের সদস্য কল্পনা শীট।
মৌমিতা সিংহের অভিযোগ, বৈঠকে সকলে মিলে তাঁকে হেনস্থা করেন। পাশাপাশি মারধরও করা হয়েছে তাঁকে। দফায় দফায় এই অত্যাচার চলতে থাকে তাঁর উপর। বিডিওর তরফ থেকেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় দু’ঘণ্টা ধরে তাঁকে আহত অবস্থায় বসিয়ে রাখা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। আহত নেত্রীকে বিজেপি কর্মীরাই উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে মৌমিতাদেবীর অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন অভিযুক্ত জেলা পরিষদের সদস্য কল্পনা শীট। ঘটনা নিয়ে বিডিও কোনও প্রতিক্রিয়া দেননি। রাজ্য তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বিষয়টির নিন্দা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন।
Is this how Administration will operate in West Bengal from now on?
— Suvendu Adhikari (@SuvenduWB) June 18, 2024
An Elected Member of the Panchayat Samiti is being attacked within an Administrative Building after being invited to attend the Meeting !!!
Smt. Moumita Singha; Opposition Leader of the Keshiary Panchayat… pic.twitter.com/4soa48HCSD