শেষ আপডেট: 5th July 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো,পূর্ব বর্ধমান: বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিওকে চিঠি দিলেন জেলাশাসক। বুধবার বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদবকে পঞ্চায়েত অফিসে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করা হয়। সেখানে বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁকে প্রণাম করেন বিডিও।
এই ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার গোটা বিষয়টি জানতে চেয়ে চিঠি দিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদবকে। তবে এই নিয়ে বিডিও রজনীশ কুমার যাদবকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।
বর্ধমান ১ নম্বর ব্লকের তরুণ বিডিও রজনীশ কুমার যাদব খুব শিগগিরই সাত পাকে বাঁধা পড়বেন। তাই বুধবার কাজের পরে বিডিও অফিস লাগোয়া পঞ্চায়েত অফিসে তাঁর জন্য আয়োজন করা হয় এলাহি ভোজের। ফুল মালা চন্দনে বরণও করা হয়। গোটা কর্মকাণ্ড চলে তৃণমূলের ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্তের স্নেহের ছায়ায়। কাকলি তা বিডিও রজনীশ কুমার যাদবকে চন্দনের ফোঁটা দিয়ে দূর্বা ঘাস মাথায় ছুঁয়ে আর্শীবাদ করতেই তরুণ বিডিওকে তাঁর পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়।
এই প্রি ওয়েডিং সেরিমনির ছবি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে শোরগোল পড়ে। বিরোধীরা একে নজিরবিহীন আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন। সরকারি অফিসের মধ্যে এই কাজ করা যায় কি না প্রশ্ন ওঠে তা নিয়েও। এরপরেই শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার বিডিওকে চিঠি পাঠালেন।
এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অমিয় কুমার দাস বলেন, "বিভিন্ন মাধ্যমে যেটা দেখানো হয়েছে, সেই বিষয়ে আসলে কী ঘটনা ঘটেছে তা সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিওকে। তবে এটা শোকজ নয়। চিঠি দিয়েই জানতে চাওয়া হয়েছে।"
বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলী তাও এই নিয়ে কিছু বলতে রাজি হননি।