শেষ আপডেট: 14th June 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনকে বদলি করা হল। যা নিয়ে ব্লকের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিরোধীদের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজগঞ্জ ব্লকে শাসকদলের ফল খারাপ হওয়ার জন্যই বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। পাল্টা হিসেবে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে মিথ্যে কুৎসার অভিযোগ আনা হয়েছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, এটি রুটিন বদলি। এর মধ্যে রাজনীতির কোনও যোগ নেই।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনকে বদলি করা হয়েছে কালিম্পং জেলার পেদং ব্লকে। পরিবর্তে বাঁকুড়ার খাতরার ডিএমডিসি সঞ্জয় মালাকারকে রাজগঞ্জের বিডিও পদে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি কালিম্পংয়ের পেদং এর বিডিও ছেওয়াং তামাংকে কালিম্পংয়ের ডিএমডিসি পদে নিয়ে যাওয়া হয়েছে।
এই প্রশাসনিক রদবদলের ঘটনার নেপথ্যে ভোটের ফলের প্রভাব দেখছে বিরোধীরা। বস্তুত, জয়পাইগুড়ি লোকসভা আসনটি এবারও বিজেপির দখলে রয়েছে। তৃণমূলের নির্মল চন্দ্র রায়কে ৮৬ হাজার ৬৯৩ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপির জয়ন্ত রায়।
বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা যাচ্ছে, রাজগঞ্জ ব্লকে তৃনমূল ৭ হাজার ৪৮০ ভোটে লিড পেলেও রাজগঞ্জ ব্লকের অধীনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির চেয়ে তৃণমূল পিছিয়ে রয়েছে ৭২ হাজার ২৪৫ ভোট। ফলাফল থেকেই স্পষ্ট,. বিজেপি প্রার্থীর জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র। তারপরই বিডিও বদলের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।