শেষ আপডেট: 11th September 2020 13:20
দ্য ওয়াল ব্যুরোঃ কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের বাস্তবায়ন না হওয়ায় চার রাজ্যকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি। এই রাজ্যগুলিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি বলে একটি পিটিশন দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই পিটিশনের শুনানিতেই এই নোটিস পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই নোটিস জারি করে। ডিভিশন বেঞ্চ জানায়, দু’সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে। তার মধ্যে এই নোটিসের জবাব দিতে হবে চার রাজ্যকে। সুপ্রিম কোর্টে এই পিটিশন দায়ের করেন পেরালা শেখর রাও নামের এক ব্যক্তি। তাঁর আইনজীবী হীতেন্দ্র নাথ রথ ও শ্রবণ কুমার জানিয়েছেন, ভারতের ৫০ কোটি মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য ৬ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু তাও এই চার রাজ্য সেই প্রকল্প চালু করছে না। আইনজীবী হীতেন্দ্র নাথ রথ বলেন, “এই প্রকল্পের আওতায় গরিব মানুষরা বিনে পয়সায় চিকিৎসা পান। বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো বটেই কোভিড ১৯ সংক্রান্ত চিকিৎসাও বিনে পয়সায় হচ্ছে এই প্রকল্পের আওতায়। কিন্তু পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, দিল্লি ও ওড়িশা, এই চার রাজ্য এই প্রকল্প চালু করেনি। বাকি সব রাজ্যে কেন্দ্রের এই প্রকল্প চলছে। কিন্তু এই চার রাজ্যের মানুষ কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন না।” এই আবেদনে আরও জানানো হয়েছে, “আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধা না থাকায় এবং সরকারি হাসপাতালগুলিতে ঠিকমতো পরিষেবা না থাকায় গরিব ও মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষদের করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিতে ছুটতে হচ্ছে। অনেক বেশি টাকা খরচ করে তাঁদের চিকিৎসা করাতে হচ্ছে। অথচ কেন্দ্রের প্রকল্প চালু থাকলে সেই সমস্যায় পড়তে হত না তাঁদের।” সুপ্রিম কোর্টে দায়ের এই পিটিশনে আরও বলা হয়েছে, “এই পরিস্থিতিতে আবেদনকারী দেশের শীর্ষ আদালতের কাছে এই আবেদন করছে, যাঁরা এই প্রকল্পের সুবিধা চান, তাঁরা যেন তা পেতে পারেন। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করুক সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল হেলথ অথরিটি এই সংক্রান্ত একটা পরিকল্পনা করুক, এমনটাই আবেদন করা হয়েছে এই পিটিশনে।” কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় বাস্তবায়িত না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন বাংলার বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পেলে বিজেপির সমর্থন বেড়ে যেতে পারে, এই ভয়েই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দিচ্ছে না তৃণমূল সরকার। এমনকি উনিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্য ভোট প্রচারে এসে এই অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের মুখেও। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, রাজ্যের মানুষের জন্য স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প রাজ্য সরকারের তরফেই করা হয়েছে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের দাবি পুরোটাই লোক দেখানো। কিন্তু এবার এই প্রকল্প চালু না করায় নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এখন দেখার এই নোটিসের ভিত্তিতে রাজ্যগুলি কী পদক্ষেপ নেয়।