শেষ আপডেট: 6th June 2020 08:00
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে সব দেশের সামনে অনেক বাধার সৃষ্টি করেছে এই নভেল করোনাভাইরাস। কিন্তু এই ভাইরাসই আবার ভারতের সামনে এক সূবর্ণ সুযোগ তুলে ধরেছে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র প্রধান টেড্রস আধানম। তাঁর কথায়, এই সংক্রমণের ফলে ভারতের স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর সামনে এক সূবর্ণ সুযোগ এসেছে। এই সংক্রমণের মধ্যে ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ভারতে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানের ভিত্তিতে ইতালিকে টপকে বিশ্বের কোভিড তালিকায় ছ’নম্বরে চলে এসেছে ভারত। শুক্রবার হু-র প্রধান ভারতের করোনা পরিস্থিতি নিয়ে করা প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, “সত্যিই এই কোভিড পরিস্থিতি বিশ্বের বেশিরভাগ দেশের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমাদের সুযোগ গুলোর দিকেও তাকাতে হবে। যেমন ভারতের জন্য এই পরিস্থিতি দেশের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতকে আরও উন্নত করে তুলতে সাহায্য করতে পারে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার দিকে আমাদের নজর দিতে হবে। আমি জানি ভারত সরকারের তরফে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য ও আয়ুষ্মান ভারত প্রকল্পকে সফল করে তোলার জন্য অনেক পরিকল্পনা রয়েছে। আমি মনে করি ভারতের জনগণের সামনে এই প্রকল্পকে আরও ভালভাবে তুলে ধরার এটাই সেরা সুযোগ।” টেড্রস আধানম আরও বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রকল্পের সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিল। তাই এই সময় এই প্রকল্প আরও দ্রুতগতিতে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে এই প্রকল্প খুবই কার্যকর হতে পারে বলেই আমার ধারণা।” ২০১৮ সালে এই প্রকল্পের কথা ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্য পরিষেবা প্রকল্প। গত মাসেই প্রধানমন্ত্রী বলেছিলেন, এই প্রকল্পের থেকে ১ কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য প্রতি বছর ৫ কোটি মানুষকে এর আওতায় নিয়ে আসা।