শেষ আপডেট: 8th July 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আয়ুষ্মান ভারতে স্বাস্থ্যবিমার পরিমাণ দ্বিগুণ হতে পারে। সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বিমার ঊর্ধ্বসীমা বছরে ১০ লক্ষ টাকা করতে পারে। ৭০ বছরের ঊর্ধ্বে বয়স্ক প্রবীণ নাগরিকদের আগামী তিন বছর ধরে এই সুযোগের প্রস্তাব আনতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির এই চিন্তাভাবনার মূল লক্ষ্য হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পকে চ্যালেঞ্জ ঠোকা। কেননা, কিছুদিন আগেই লোকসভা ভোটে বাংলায় বিপুল বিপর্যয়ের ফল-সমীক্ষায় গেরুয়া শিবির মেনে নিয়েছে যে, এই রাজ্যে মমতার গ্রহণযোগ্যতার কাছে ধোপে টেকেনি বিজেপি। রাজ্যে উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষকে মমতামুখী করে রেখেছে। মমতার প্রকল্পকেই অনুকরণ করে বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই মহিলা, বয়স্ক. পড়ুয়াদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি শুরু করেছে।
আগামী ২৩ জুলাই বাদল অধিবেশনে পেশ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। প্রসঙ্গত, এই বছরেই শারদোৎসবের মরশুম শেষ হলেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। এর মধ্যে জম্মু-কাশ্মীরও আছে। শুধু তাই নয়, আগামী ২০২৬ সালে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট। লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর মোদীর দল তাই বাংলাকেও এই প্রকল্পের সুবিধা দিয়ে ফায়দা তোলার চেষ্টা করবে। সেই লক্ষ্যে এবারের বাজেটে সীতারামনের সামনে সরকারের জনদরদী মুখ তুলে ধরাই অগ্নিপরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সেই লক্ষ্যে বাজেটে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার কভারেজ বছরে ১০ লক্ষ্য টাকা করার চিন্তাভাবনা চলছে। এই প্রস্তাব আনা হলে রাজকোষ থেকে অতিরিক্ত ১২ হাজার ৭৬ কোটি টাকা খরচ বাড়বে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই আনুমানিক খরচ অর্থমন্ত্রকে প্রস্তাবাকারে পেশ করেছে।
সূত্র আরও জানিয়েছে, আয়ুষ্মান প্রকল্পের বিমা কভারেজ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় (AB-PMJAY) আগামী তিন বছর এই সুবিধা দানের কথা ভাবা হচ্ছে। যদি বাজেটে সীতারামন এই প্রস্তাব আনেন, তাহলে তা স্বাস্থ্যবিমা ক্ষেত্রে দেশের দুই-তৃতীয়াংশ মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে। উল্লেখ্য, বর্তমানে আয়ুষ্মান ভারতে বিমার কভারেজ হল ৫ লক্ষ টাকার।
এর আগে চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে জন আরোগ্য যোজনায় বরাদ্দ বৃদ্ধি করে প্রতিবছর পরিবারপ্রতি ৫ লক্ষ টাকা কভারেজের সুবিধা দেওয়া হয়েছিল। যাতে ১২ কোটি মানুষ উপভোক্তার তালিকায় এসেছিলেন। একইসঙ্গে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনে ৬৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।