শেষ আপডেট: 16th January 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার মুম্বইয়ে অটল সেতুর উদ্বোধন হয়েছে। এক সপ্তাহ পেরোতে না পেরোতেই দেশের দীর্ঘতম সেতু যেন হয়ে উঠেছে ‘পিকনিক স্পট'। কখনও গাড়ি থামিয়ে দলবলে ছবি তুলছেন হুজুকে জনতা, আবার কখনও নানান পোজে সেলফিতে মজেছেন তাঁরা। তাই এবার সেইসকল চালক এবং আরোহীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল মুম্বই পুলিশ। নিয়ম ভাঙলেই অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ।
এবার থেকে গাড়ি থামিয়ে অটল সেতুতে ছবি তুললেই এফআইআর করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। সে রাজ্যের পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষের আইন ভাঙার ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে এক্স হ্যান্ডলে বার্তা দেওয়া হয়েছে, “আমরা মানছি যে, অটল সেতু ‘দেখার মতো একটি বিষয়’। কিন্তু এখানে গাড়ি থামিয়ে ছবি তোলাও অপরাধ। যদি সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলেন, তা হলে এফআইআর দায়ের করা হবে।”
২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র। সমুদ্রের উপর নির্মীয়মাণ ২১ কিলোমিটার লম্বা সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ মাত্র ২০ মিনিটে পৌঁছে যাওয়া যায়।
We agree that Atal Setu is definitely 'worth a watch' but it's also illegal to stop on it & click photos. You will face a FIR if you stop on MTHL. #MumbaiTransHarbourLink #MTHL #AtalSetu#FaceFIRIfYouStop pic.twitter.com/582CLgA72W
— Mumbai Traffic Police (@MTPHereToHelp) January 15, 2024
১৭,৮৪০ কোটি টাকা খরচে তৈরি সেতুটি গত ১২ জানুয়ারি থেকে আমজনতার জন্য খুলে দেওয়া হবে। আর উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুতে দেদার খাওয়াদাওয়া, এদিক-ওদিক উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে থাকা, ছবি তোলার দৃশ্য নজরে আসে। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ভাইরালও হতেই নিন্দার ঝড় ওঠে।
দিল্লির সিগনেচার সেতুর মতো এই সেতু নিয়েও প্রথম থেকেই মানুষের উৎসাহ কম ছিল না। কিন্তু তাই বলে মাত্র কয়েকদিনের মধ্যেই উৎসুক জনতার নিয়ম ভাঙার প্রবণতা বরদাস্ত করা হবে না বলে সর্তক করেছে মুম্বই পুলিশ। জানানো হয়েছে, সেতুর উপর গাড়ি থামিয়ে কোনোভাবেই ছবি তোলা যাবে না।