শেষ আপডেট: 12th January 2024 18:10
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুত দেশের দীর্ঘতম সেতু। শুক্রবার খুলে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রের অটল সেতু। সমুদ্রের উপর নির্মীয়মাণ সেতুটি ২১ কিলোমিটার লম্বা। সমুদ্রের উপর নির্মিত ৬ লেনের সেতুর উপর দিয়ে ২১ কিলোমিটার পথ যেতে লাগবে মাত্র ২০ মিনিট।
বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুবিধার জন্য মুম্বই এবং নবি মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমাতে সমুদ্রের উপর সেতুটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারীর নামে সেতুটি নির্মাণ করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র। শুক্রবার মহারাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুপুরে ‘মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল)-এর উদ্বোধন করবেন তিনি।
যদিও মুম্বই থেকে নভি মুম্বইয়ের মধ্যে সংযোগকারী এই সেতুর পরিকল্পনা আজকের নয়। সেই ১৯৬৩ সাল থেকে এই সেতুর পরিকল্পনা রয়েছে। অবশেষে এত বছর পর সম্পূর্ণ হল এই সেতু তৈরির কাজ। যা গড়তে খরচ হয়েছে প্রায় ১৭,৮৪০ কোটি টাকা। আজ অর্থাৎ ১২ জানুয়ারি থেকে সেতুটি আমজনতার জন্য খুলে দেওয়া হবে।
অটল সেতুর উপর যাতায়াতের জন্য বেঁধে দেওয়া হয়েছে গাড়ির সর্বোচ্চ গতি। চার চাকার গাড়ি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। মোটরবাইক, অটোরিক্সা, ট্যাক্টর উঠতে পারবে না এই সেতুতে। একইসঙ্গে সেতুতে ওঠা এবং নামার সময় গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
২০১৬ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। যাকে ভারতের পরিবহণগত কাঠামোর উন্নতিতে মাইলফলক বলেও চিহ্নিত করেন মোদী। সেতুটি তৈরি হওয়ার ফলে শুধু দূরত্বই কমল না, সেই সঙ্গে এই সেতুটি নবি মুম্বই এবং মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করল। এরই পাশাপাশি মুম্বই বন্দর এবং জওহরলাল নেহরু বন্দরকে যুক্ত করল। মুম্বই থেকে পুণে, গোয়া কিংবা দক্ষিণ ভারত ভ্রমণের সময়ও কমবে।
২০১৮ সালে অটল সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। সেতুটি তৈরিতে নিযুক্ত ছিলেন মোট ৫ হাজার ৪০৩ জন শ্রমিক। প্রকল্পের কাজ চলাকালীন ৭ জন শ্রমিকের মৃত্যু হয়।