শেষ আপডেট: 10th July 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ নির্বাচনের তুলনায় উপ নির্বাচনে ভোট দানের হার কিছুটা কমই থাকে। সেই তুলনায় বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে প্রথম চার ঘণ্টায় ভোটের হার বেশ ভাল বলেই মনে করছে কমিশন।
বেলা ১১টা পর্যন্ত চার কেন্দ্রে গড় ভোটের হার ২৪.২০ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত গড় ভোটের হার ছিল ১০.৮৫ শতাংশ। অর্থাৎ পরবর্তী ২ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ১৩ শতাংশ ভোট পড়েছে।
সকাল ন'টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে ছিল রায়গঞ্জ। ১১টার রিপোর্ট অনুযায়ী, রায়গঞ্জকে টপকে ভোটদানের হারে শীর্ষে রয়েছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এখানে প্রদত্ত ভোটের হার ২৬.৩২ শতাংশ। ২৫.৯৮ শতাংশ ভোট পড়েছে রায়গঞ্জে। তৃতীয় স্থানে রয়েছে বাগদা, এখানে ভোটদানের হার ২২.৬৩ শতাংশ। এখনও পর্যন্ত ভোটের হারে সবথেকে পিছিয়ে রয়েছে মানিকতলা। এখানে প্রদত্ত ভোটের হার ২১.৮৯ শতাংশ।
কমিশন জানিয়েছে, বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২০টি অভিযোগই এসেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে। অর্থাৎ যে কেন্দ্র থেকে সবেচেয়ে বেশি অভিযোগ, সেখানেই ভোটদানের হারও সবচেয়ে বেশি!
রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। আর বাগদা বিধানসভায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ওই কেন্দ্রে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে।
কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি।
অন্যদিকে, বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাস প্রার্থী হতে পারেননি। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর।