শেষ আপডেট: 10th July 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভোটদানের গড় হার শতকরা ৬২.৭১ শতাংশ। এখনও বিভিন্ন বুথে ভোটারদের লাইন রয়েছে। সেক্ষেত্রে সর্বশেষ শতাংশের হিসেব আরও কিছুটা বাড়তে পারে।
কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের ওপর শান্তির ভোটই সম্পন্ন হয়েছে। ভোটকে ঘিরে অভিযোগের ভিত্তিতে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রানাঘাটে গোলমালের ঘটনায় মঙ্গলবারই ২৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিন রানাঘাটে বিক্ষিপ্ত গোলমালের ঘটনায় আরও ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বাগদা কেন্দ্রে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট ৯১ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেই ৫৭টি অভিযোগ এসেছে। ১৩টি অভিযোগ জমা পড়েছে বাগদা থেকে। অন্যদিকে মানিকতলা থেকে ৫টি এবং রায়গঞ্জ থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে। কমিশন জানিয়েছে, প্রতিটি অভিযোগ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, বিকেল ৫টা পর্যন্ত রায়গঞ্জ ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট দক্ষিণ। এখানে প্রদত্ত ভোটের হার ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলায়। শতকরা ভোটের হার ৫১.৩৯ শতাংশ।
ভোটকে ঘিরে এদিন সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে রানাঘাট এবং বাগদা বিধানসভা এলাকা থেকে। বুথ জ্যাম করে ছাপ্পা-সহ একাধিক অভিযোগকে ঘিরে বারে বারে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। তবে কমিশনের দাবি, অভিযোগ আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে।