শেষ আপডেট: 10th July 2024 10:39
দ্য ওয়াল ব্যুরো: উপ নির্বাচনের ভোট গ্রহণ চলছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে। রানাঘাটের বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া এখনও পর্যন্ত বাকি এলাকায় মোটের উপর শান্তির ভোট হচ্ছে বলেই দাবি নির্বাচন কমিশনের।
উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। কমিশন সূত্রের খবর, সকাল ন'টা পর্যন্ত চার কেন্দ্রের গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে রায়গঞ্জ। এখানে ভোট পড়েছে ১২.০১ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রানাঘাট দক্ষিণ (১১.৫৮ শতাংশ) এবং বাগদা (১০.৬১ শতাংশ)। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। সকাল ন'টা পর্যন্ত এখানে প্রদত্ত ভোটের হার ৯.০১ শতাংশ।
রায়গঞ্জ, রানাঘাট-দক্ষিণ ও মানিকতলায় তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। আর বাগদা বিধানসভায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ওই কেন্দ্রে আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে।
কলকাতার মানিকতলায় তৃণমূল বিধায়ক সাধন পান্ডের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর এবছর লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূলের হয়ে রায়গঞ্জ আসনে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন তিনি।
অন্যদিকে, বাগদা আর রানাঘাট-দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন বিশ্বজিৎ দাস ও মুকুটমণি অধিকারী। এবার উপনির্বাচনে রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট-দক্ষিণ আসনে মুকুটমণি অধিকারী ঘাসফুল শিবিরের টিকিট পেলেও বিশ্বজিৎ দাস প্রার্থী হতে পারেননি। আর মানিকতলায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। বাগদা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন মধুপর্ণা ঠাকুর।