শেষ আপডেট: 10th July 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: বেলা ১২টা নাগাদ তাঁর গাড়িতে পড়েছিল ইট। দুপুরে আবারও ছাপ্পার অভিযোগ শুনে বুথে গিয়ে জয় বাংলা স্লোগান শুনতে হল বিজেপি প্রার্থীকে!
ঘটনাস্থল, বাগদার কনিয়াড়া পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার ২০৬ ও ২০৭ নম্বর বুথ। বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের অভিযোগ, পরাজয় নিশ্চিত বুঝে একাধিক বুথ দখল করে ছাপ্পা মেরেছে তৃণমূলের লোকজন। খবর পেয়ে বুথে পৌঁছলে ওরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে।
যারা ছাপ্পা মারছিল, তাদেরকে সতর্ক করে দিতেই এই স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। বিনয় বলেন, "বাগদার একাধিক বুথে ছাপ্পা মেরেছে তৃণমূল। আমরা কমিশনে নির্দিষ্টভাবে অভিযোগ জানাচ্ছি।"
শাসকদল তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর আগে বাগদার দেয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের ৮১, ৮২,১৮৭ ও ১৮৮ নম্বর বুথেও ছাপ্পার অভিযোগ উঠেছিল।
বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট-দক্ষিণ, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কলকাতার মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন হচ্ছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেও। কমিশনের তরফে জানানো হয়েছে, বেলা আড়াইটা পর্যন্ত মোট ৯১ টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেই ৫৭টি অভিযোগ এসেছে। ১৩টি অভিযোগ জমা পড়েছে বাগদা থেকে। অন্যদিকে মানিকতলা থেকে ৫টি এবং রায়গঞ্জ থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে। কমিশন জানিয়েছে, প্রতিটি অভিযোগ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে।
বিকাল ৩ টা পর্যন্ত চার কেন্দ্রের গড় ভোটের হার ৫০.২১ শতাংশ। শীর্ষে রয়েছে রায়গঞ্জ। প্রদত্ত ভোটের হার ৫৩.৮৯ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন রানাঘাট দক্ষিণ (৫২.৪১ শতাংশ) ও বাগদা (৫০.৮১ শতাংশ)। সব থেকে পিছিয়ে রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। এখানে ভোট পড়েছে ৪৩.৭৮ শতাংশ।