শেষ আপডেট: 31st July 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক ট্রেন দুর্ঘটনাকে ঘিরে প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। এমন আবহে বুধবার সংসদে এলেও রেল দুর্ঘটনা নিয়ে কোনও মন্তব্য করলেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বরং দেশ কত দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা বোঝাতে টেনে আনলেন বুলেট ট্রেনের প্রসঙ্গ।
যা নিয়ে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে বিরোধী শিবির থেকে। বিরোধীদের বক্তব্য, মানুষের সুরক্ষার দিকে কোনও নজর নেই রেল কর্তৃপক্ষর। বরং দুর্ঘটনার বিষয় থেকে নজর ঘোরাতে বুলেট ট্রেনের প্রসঙ্গ টেনে এনেছেন রেলমন্ত্রী।
সোমবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। মঙ্গলবার অবশ্য ওই প্রসঙ্গে কোনও মন্তব্য না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজ্ঞান ভবনে বাজেট সংক্রান্ত একটি অনুষ্ঠানে দাবি করেছিলেন, কংগ্রেস জমানার তুলনায় তাঁর জমানায় রেলের বাজেট ৮ গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে।
তারপরও কীভাবে একের পর এক রেল দুর্ঘটনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। বুধবারও ফের রেল দুর্ঘটনা ঘটেছে। দেড়মাসের ব্যবধানে ফের বাংলার রাঙাপানিতে বেলাইন হয়েছে মালগাড়ি। গত ৬ সপ্তাহে একের পর এক ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু এবং শতাধিকের জখম হওয়ার ঘটনা ঘটেছে। সমগ্র ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে বড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ।
যদিও এদিন এই প্রসঙ্গে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি রেলমন্ত্রীকে। উল্টে জাপানি প্রযুক্তির সাহায্যে দেশে বুলেট ট্রেনের কাজ কতদূর এগোল, তার পুঙ্খানপুঙ্খ বিবরণ শুনিয়েছেন রেলমন্ত্রী।
পর পর রেল দুর্ঘটনা নিয়ে এদিনই টুইটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আজ আরও একটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়া/রাঙাপানি এলাকায়, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!"
কীভাবে একই জায়গায় দেড় মাসের ব্য়বধানে রেল দুর্ঘটনা ঘটল তা নিয়ে রেলের তরফে অবশ্য স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। তবে একের পর এক রেল দুর্ঘটনার জেরে 'রেল যাত্রাকে যম যাত্রা'র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন রেলযাত্রীদের অনেকে। তাঁদের কথায়, দূরপাল্লার রেলযাত্রা এখন অনেকাংশে মরণফাঁদ!