শেষ আপডেট: 17th June 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় আলাদা করে ক্ষতিপূরণ ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা। এই ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে রেল মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, গুরুতর আহতদের দেওয়া হবে ২.৫ লক্ষ টাকা এবং কম আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা। একই সঙ্গে, যে জায়গায় হেল্পডেস্ক খোলা হয়েছে এবং তার নম্বর কী, তাও জানিয়েছ রেল কর্তৃপক্ষ।
Enhanced ex-gratia compensation will be provided to the victims;
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 17, 2024
₹10 Lakh in case of death,
₹2.5 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
সরকারি সূত্রে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮। দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রওনা দিয়েছে ১০টি বাস। বিকেলেও শিলিগুড়ি-কলকাতা বাস পরিষেবা চালু রাখা হবে। ইতিমধ্যেই অবশ্য দুর্ঘটনাস্থল থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত সাড়ে ৮টার মধ্যে তা কলকাতায় ঢুকে যাওয়ার কথা।
Helpline numbers for assistance and information regarding the derailment of Kanchenjunga Express in West Bengal. pic.twitter.com/ctwkZQc5m7
— Ministry of Railways (@RailMinIndia) June 17, 2024
উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আহত যাত্রীরা। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যালেই আনা হয়েছে ৫৪ জনকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। উত্তরবঙ্গের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের আরও অনেকে। এই প্রেক্ষিতেই হাসপাতালে কতটা রক্ত মজুত রয়েছে, তা খতিয়ে দেখা হয়। তারপরেই পর্যাপ্ত রক্ত মজুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।