শেষ আপডেট: 22nd March 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আচমকা হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। তারপর দুটো দিন কেটে গেছে। আজ শুক্রবার সকালেও দেখা গেছে স্বরূপবাবুর বাড়িতে রয়েছেন আয়কর আধিকারিকরা। প্রায় ৫১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও মন্ত্রীর ভাইয়ের বাড়ি ছাড়েননি আয়কর দফতরের কর্তারা।
বুধবার সকাল থেকেই শহরের নানা জায়গায় আয়কর হানা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের তৃণমূল কার্যালয়ও। এর পাশাপাশি স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা তল্লাশি চলছে বলে সূত্রের খবর।
জানা গেছে, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলছেন আয়কর আধিকারিকরা। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে বলেও সূত্র মারফৎ খবর পাওয়া গেছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আয়কর দফতর। কেন এই তল্লাশি সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।
আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় চলছে ইডির তল্লাশি অভিযান। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেখান থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে বলে খবর। এছাড়া ইডি হেফাজতে থাকাকালীন প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য ইডি পেয়েছিল, সেই সমস্ত তথ্যের হদিশ পেতে শহরের বিভিন্ন প্রান্তে ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর। অন্যদিকে, এই মামলার তদন্তেই এদিন সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় ইডি। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর বোলপুরের বাড়িতেই এদিন সকালে হানা দিয়েছে ইডি। বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর নামও উঠে এসেছে।