শেষ আপডেট: 22nd August 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: তিন মাস পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে ফিরলেন অরুণ জেটলি। কিডনির অসুস্থতার জন্য গত ১৪মে থেকে চিকিৎসার কারণে অর্থ এবং কর্পোরেট অ্যাফেয়ার্স দফতরের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি। এই সময়ে এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন পীযূষ গোয়েল। ১৪মে-এর পর অরুণ জেটলি প্রথমবার জনসমক্ষে এসেছিলেন গত ৯অগস্ট। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে ভোট দিতে এসেছিলেন দীর্ঘদিনের এই সাংসদ। এ দিন প্রথামাফিক প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জেটলিকে তাঁর মন্ত্রকের দায়িত্বে পুনর্বহাল করেন। এই তিনমাস মন্ত্রকের দায়িত্বে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন নামজাদা এই আইনজীবী। জাতীয় নাগরিক পঞ্জি, জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে ব্লগ লিখেছেন এই সময়ে। জিএসটি-র বর্ষপূর্তিতে একটি কনক্লেভেও যোগ দিয়েছিলেন। লক্ষ্মীবারেই তিনি ফিরছেন নর্থ ব্লকের নিজের চেয়ারে।