শেষ আপডেট: 15th July 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তৃণমূল নেতা কুণাল ঘোষের এক ফোনেই কাটল সমস্ত জটিলতা। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন মাওবাদী নেতা অর্ণব দাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম চন্দ্র জানান, সোমবার বিকেল তিনটের সময় ইতিহাস বিভাগের পিএইচডির ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।
রবিবার দুপুরে অর্ণব দামকে হুগলি জেলা সংশোধনাগার থেকে কড়া পুলিশ পাহারায় বর্ধমান জেলা সংশোধনাগারে আনা হয়। রবিবার থেকেই অর্ণব কার্যত বর্ধমান জেলের আবাসিক হয়েছেন। উপাচার্য ডাঃ গৌতম চন্দ্র বলেন, "শনিবার সকালে কুণাল ঘোষ আমাকে ফোন করে নিজেকে প্রাক্তন সাংসদ বলে পরিচয় দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলেন। ওঁর মৌখিক আশ্বাসেই সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হল আটকে থাকা ইতিহাসে পিএইচডির।"যদিও উপাচার্য বলেন, তিনি যে তিনটি বিষয় জানতে চেয়ে হুগলি জেলা সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্টকে মেল করেছেন, তার উত্তর এখনও আসেনি। সোমবার বিকেলের মধ্যেই তা এসে যাবে বলে আশাবাদী তিনি।
অর্ণব দাম কীভাবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ক্লাস করবেন সেই বিষয়ে উপাচার্য কার্যত অন্ধকারে। তার নিরাপত্তা নিয়েও কিছু বলতে পারেননি তিনি। সব মিলিয়ে একরাশ অনিশ্চয়তার মধ্যে সোমবার বিকেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং হবে অর্ণব দামের।
গত ২৬ জুন পুলিশের পাহারায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় অর্ণবকে। গত ৫ জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর এই তালিকা দেখেই অনেকের চোখ কপালে ওঠে। ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করে ইতিহাস সৃষ্টি করেন জেল বন্দি মাওবাদী অর্ণব দাম ওরফে বিক্রম।
আর এই পরেই শুরু হয় ডামাডোল। মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। জট কাটাতে আসরে নামেন কুণাল ঘোষ। অর্ণবের ভর্তি প্রক্রিয়া নিয়ে জট কাটাতে শনিবার সকালে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ গৌতম চন্দের দীর্ঘক্ষণ ফোনে কথা হয়। তারপরেই সমাধান হল এই সমস্যার।