শেষ আপডেট: 23rd July 2024 12:49
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মঙ্গলবার থেকে শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডির ক্লাস। প্রথম দিনই ক্লাসে এলেন মাওবাদী বন্দি অর্ণব দাম।
দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহের সোমবার অর্ণবের কাউন্সেলিং সম্পন্ন হয়। সেদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাদম্বিনী গাঙ্গুলি ভবনে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল অর্ণবকে। সেখানেই তাঁর কাউন্সেলিং হয়। এরপর গত শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের ইতিহাস বিভাগে নিয়ে যাওয়া হয় অর্ণবকে। সেখানে তার ভেরিফিকেশন হয়।
আজ, মঙ্গলবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তেও অর্ণবের ক্লাসে আসা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সোমবার চিঠি দিয়ে জানানো হয়, খুব প্রয়োজন ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্ণব দামকে পাঠানো যাবে না। সেই ক্ষেত্রে অর্ণব কীভাবে ক্লাস করবে, তা নিয়েই ফের জটিলতা তৈরি হয়। প্রথমদিনের ক্লাসে তিনি যোগ দিতে পারবেন কিনা তাও নিশ্চিত করা যাচ্ছিল না। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি ইন্দ্রজিৎ রায় বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে চিঠি এসেছে, তাতে ক্লাস করার বিষয়ে বিভিন্ন পন্থার কথা বলা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও ক্লাস করার কথা বলা আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলের সুপারিন্টেন্ডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল অর্ণব দাম কীভাবে ক্লাসে অংশ নেবেন।" বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য গৌতম চন্দ বলেন, "এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। এখন বিভাগই এসব বলতে পারবে।"
তবে শেষপর্যন্ত প্রথমদিনের ক্লাসে যোগ দিলেন অর্ণব। নির্ধারিত সময়েই বর্ধমান সংশোধনাগার থেকে প্রিজন ভ্যানে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয় তাঁকে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় নজরকাড়া ফল করেন অর্ণব। ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থানটি দখল করেন তিনি। এরপরেই শুরু হয় নানা বিভ্রাট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সেলিংয়ের দিন নির্ধারিত ছিল। কিন্তু ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হল। পরবর্তীতে তৃণমূল নেতা কুণাল ঘোষ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ গৌতম চন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তারপরই মাওবাদী অর্ণব দামের ভর্তি নিয়ে জট কাটে। হুগলি থেকে বর্ধমান সংশোধনাগারে নিয়ে আসা হয় অর্ণবকে। ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন হয়। সামাজিক ইতিহাস নিয়ে গবেষণা করার কথা অর্ণবের।