শেষ আপডেট: 5th April 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান শনিবার নামছে আইএসএলে অ্যাওয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ লড়াইয়ে। তাদের সামনে পাঞ্জাব এফসি, ম্যাচটি বিকাল পাঁচটা থেকে। এই খেলাটি হবে দিল্লির ফাঁকা স্টেডিয়ামে। কারণ ফায়ার সেফটির জন্য স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এই ম্যাচেও মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস ডাগআউটে থাকতে পারবেন না। তাঁর শরীর ভাল হয়নি, এখনও জ্বর রয়েছে।
তারমধ্যে এই ম্যাচে দলের সঙ্গে যেতে পারেননি আব্দুল সাহাল ও কিয়ান নাসিরি। সাহালের চোট রয়েছে। কিয়ানের আত্মীয় বিয়োগ হয়েছে। এই ম্যাচেও মোহনবাগানের ভরসা তিন বিদেশি। দিমিত্রি পেত্রাতোস ছাড়াও ছন্দে রয়েছেন জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু।
সাদিকু মোহনবাগানের সমর্থকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তিনি আলবানিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি আলবানিয়া সোশ্যালিস্ট পার্টির সক্রিয় সদস্যও। দেশে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, নির্বাচনে প্রচারের কাজও করেছেন।
ভারতে কয়েকদিনের মধ্যেই লোকসভা ভোট শুরু হবে। তার আগেই অবশ্য আইএসএলের খেতাব কারা পাবে, পরিষ্কার হয়ে যাবে। মোহনবাগানের কাছে বাকি তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। লিগ-শিল্ডের জন্য এই ম্যাচগুলি জিততেই হবে।
সাদিকুর মনে অবশ্য বঙ্গে ভোট। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই বিষয়টি নিয়ে। তিনি জানিয়েছেন, আমার কাছে যে কোনও দেশের নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের মানুষ তাঁদের পছন্দের প্রার্থীর মাধ্যমে নিজেদের দাবিদাওয়া পেশের সুযোগ পায়। আমি আমাদের দেশে সোশ্যালিস্ট পার্টির হয়ে প্রচারের কাজ করেছি।
সাদিকু গত কয়েকটি ম্যাচে দলের হয়ে গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। তাঁর স্ত্রী দন্ত চিকিৎসক। স্ত্রী ও সন্তানদের নিয়ে কলকাতাতেই রয়েছেন। সাদিকুর সঙ্গে বাকি দুই বিদেশির বোঝাপড়া দলের অন্যতম শক্তিও।