শেষ আপডেট: 18th July 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান থেকে বাতিল আরও এক বিদেশি তারকা, তিনি আলবেনিয়ার আর্মান্দো সাদিকু। তাঁকে রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে সবুজ মেরুন ক্লাব কর্তৃপক্ষ। সাদিকু গেলেন এফসি গোয়ায়।
এর আগে মোহনবাগান ছাঁটাই করে দিয়েছিল ব্রেন্ডল হ্যামিল, ভিক্টর ইয়ুস্তে, জনি কাউকোকে। সাদিকুর বদলে মোহনবাগান নিয়েছে স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্ট্রুয়ার্টকে। তিনি এর আগে জামশেদপুর এফসি, মুম্বই সিটির হয়েও খেলেছিলেন। জামশেদপুরের হয়ে দশটি গোল করে সোনার বল জিতেছিলেন। এমনকী মুম্বইয়ের হয়ে ১৭টি গোল দেন। সাদিকু মোহনবাগানে এসেছিলেন ফেরান্দো কোচ থাকার সময়ে। কিন্তু হাবাস কোচ থাকার সময় তিনি খেলার তেমন সুযোগ পাননি।
এদিকে, ইস্টবেঙ্গলে এলেন জিকসন। তিনি বৃহস্পতিবার সকালে এসে প্র্যাকটিসে ট্রায়ালও দিয়েছেন। তিনি অবশ্য একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এখনই কিছু বলার সময় হয়নি। সময় এলে সবটাই জানতে পারবেন। তবে ডুরান্ড কাপের লক্ষ্যে কেরালা ব্লাস্টার্স দলে অনুশীলন করছিলেন জিকসন। ইস্টবেঙ্গলের ডাকেই তিনি লাল হলুদে মেডিকেল পরীক্ষা দিতে চলে এসেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জিকসন দেশের বুকে অন্যতম সেরা নাম। তিনি লাল হলুদে যোগ দিলে আনোয়ারের বিকল্প পেয়ে যেতে পারে ইস্টবেঙ্গল। কারণ আনোয়ারের বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে গিয়েছে। তিনি লাল হলুদে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও তাঁর বিষয়টি জটিল।