শেষ আপডেট: 29th April 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: চার ম্যাচ সাসপেন্ড হলেন আর্মান্দো সাদিকু। ওড়িশা এফসি-র বিরুদ্ধে প্লে অফ সেমির প্রথম পর্বে তিনি লাল কার্ড দেখেছিলেন। সেই কারণে এক ম্যাচ খেলতে পারেননি। ওই জন্যই যুবভারতীতে ওড়িশা এফসি-র বিপক্ষে মাঠে নামতে পারেননি।
সোমবার বিকেলে আইএসএলের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, রেফারিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার কারণে তাঁকে চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা মোহনবাগানের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। শনিবার আইএসএল ফাইনালে নামার আগে চিন্তায় পড়ে গেল সবুজ মেরুন শিবির। সাদিকু ওই ম্যাচে থাকলে কোচ হাবাসের কাছে বিকল্প থাকত। সেক্ষেত্রে কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে একটু পিছন থেকে ব্যবহার করতে পারতেন স্প্যানিশ কোচ।
চলতি আইএসএলে দেখা গিয়েছে হাবাস প্রায়শই সাদিকুকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়ে বাজিমাত করেছেন। কখনও তিনি মনবীর সিং, কিংবা লিস্টন কোলাসোকে তুলে নামিয়েছেন আলবানিয়ার স্ট্রাইকারকে।
অনেক সমর্থক আবার মনে করছেন, সাদিকু মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন। তাঁকে সামনের মরশুমে আর রাখবে না দল কর্তৃপক্ষ। সাদিকু এবার বহু ম্যাচে গোল করে দলকে উদ্ধার করলেও তাঁর সার্বিক পারফরম্যান্স ভাল নয়। তাই কামিন্স ও দিমিত্রিকে রেখে দিলেও সাদিকু বাতিল হতে পারেন। একমাত্র আশা ছিল, শনিবার যুবভারতীতে ফাইনাল ম্যাচে দুরন্ত পারফরম্যান্স। সেই আশাও শেষ হয়ে গেল চার ম্যাচ সাসপেন্ড হওয়ায়।