শেষ আপডেট: 25th June 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: আগে কলকাতা ময়দানে এগুলি দেখা যেত, এখন সেগুলি উধাও। দলবদলের সেই রেষারেষি আর নেই। দুই দলের সমর্থকদের মধ্যে আকচাআকচি থাকলেও পাগলপারা উন্মাদনা অবশিষ্ট নেই।
এবার অবশ্য মিজোরামের এক ফুটবলারকে নিয়ে সেই আঁচ ফিরিয়ে এনেছে সবুজ মেরুন সমর্থকরা। দেশের এই মুহূর্তে একনম্বর মিডফিল্ডার মিজো তারকা আপুইয়াকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে। মুম্বই সিটি থেকে এলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাঁকে পাঁচবছরের চুক্তিতে নেওয়া হয়েছে। শোনা গিয়েছে, তিনি পেয়েছেন মোট ছ’কোটি টাকা।
মঙ্গলবারই দুপুরে এই বিষয়ে আনুষ্ঠানিক জানিয়েছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। আর সেইসঙ্গে একটি ভিডিও টুইট করেছেন তাদের ক্লাব অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে আপুইয়ার পরনে লাল হলুদ জার্সি। বিভিন্ন পেপার কাটিংয়ে দেখা যাচ্ছে, আপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত শীর্ষক সংবাদের ঝলক।
তারপরেই অবশ্য চমক, দেখা গেল সত্যজিৎ রায়ের নামী চরিত্র জটায়ু (প্রয়াত অভিনেতা সন্তোষ দত্ত) বলছেন, এটা আমার! মানে আপুইয়ার মতো নামী তারকাকে নিয়ে মোহন কর্তাদের জটায়ুর মতোই আনন্দ।
OFFICIAL! আমাদের APUIA! ????♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #WelcomeApuia pic.twitter.com/dKeoIPOroC
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 25, 2024
মোহনবাগানে চুক্তিবদ্ধ হয়ে আপুইয়া বলছেন, ‘‘আমি এবার এই ক্লাবের জার্সিতে।’’ সঙ্গে সঙ্গে দেখালেন মোহনবাগানের লোগোসহ জার্সি, এও জানালেন, জয় মোহনবাগান!
নেটিজেনদের কাছে এই ভিডিও দারুণ আকর্ষণীয় হয়েছে। কেউ কেউ এও বলেছেন, দারুণ! ইস্টবেঙ্গল প্রথমে ভেবেছিল আপুইয়াকে নিয়েই নিয়েছে, কিন্তু ওস্তাদের মার শেষ রাতের মতো বাজিমাত মোহন কর্তাদের।
সবুজ মেরুনে যোগ দিয়ে আপুইয়া বলেছেন, ‘‘আমি এককথায় রোমাঞ্চিত মোহনবাগানের মতো একটি প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে। আমি চাই দলের সতীর্থ ও কোচদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে দলকে সাফল্য এনে দিতে। আমি কলকাতার দর্শকদের সামনে মাঠে নামার জন্য ছটফট করছি।’’
আইএসএলে সবুজ মেরুনের হেডস্যার হোসে মোলিনা জানিয়েছেন, ‘‘আপুইয়ার মতো মিডফিল্ডার দলে আসায় আমাদের দলের ওজন এক লহমায় অনেকটা বেড়ে গিয়েছে। ডিফেন্সিভ মাঝমাঠের তারকা হিসেবে গত মরশুমে নিজের দক্ষতা দেখিয়েছে, এবারও দেখাবে, সেটাই আমাদের আশা।’’