শেষ আপডেট: 25th July 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: আন্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়ার কারণ হিসেবে বলা হয়েছিল তাঁর অসুস্থতার কথা। গত মরশুমে আইএসএলের সময় দেখা গিয়েছিল তিনি শেষ কয়েকটি ম্যাচে ডাগআউটে ছিলেন না। পরে বলা হয়, হাবাস অসুস্থ, তাঁর শরীরে রক্ত কম। তিনি বেশি চাপ নিতে পারবেন না। তারপরেও আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। হাবাসের গেম রিডিং বেশ প্রশংসিত হয়েছিল।
এবার তিনি যোগ দিলেন আই লিগের ক্লাব ইন্টার কাশীতে। উত্তরপ্রদেশের এই ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে স্প্যানিশ কোচের। তিনি ঘরোয়া ফুটবলেরও উন্নতি ঘটাবেন। ইন্টার কাশীর সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তি হয়েছে। দলের ফুটবলাররা ইউরোপেও খেলতে যাবেন।
গত মরশুমেই আই লিগে প্রথম খেলে তারা চারে শেষ করেছিল। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই হিসেবেই হেভিওয়েট কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বোঝা যাচ্ছে, হাবাস মোহনবাগান ছেড়েছিলেন চাপের কাছে নতিস্বীকার করেই। কারণ কলকাতার দুই প্রধানে কোচিং করা মানে সমর্থক থেকে শুরু করে কর্তাদেরও চাপ থাকে, সেই চাপ নিতে চান না ৬৭ বছরের কোচ।
হাবাসের বদলে সবুজ মেরুনে কোচ হয়ে এসেছেন হোসে মোলিনা। তিনিও হাবাসের মতোই একটা সময় এটিকে মোহনবাগানের কোচ হয়ে আইএসএল জিতেছিলেন। মোলিনা দলের অনুশীলন শুরু করবেন ২৯ জুলাই মোহনবাগান দিবস থেকে। আর হাবাস ডুরান্ড কাপের পরেই দায়িত্ব নেবেন ইন্টার কাশীর।
আই লিগের কোচের দায়িত্ব পেয়ে প্রাক্তন মোহনবাগান কোচ বলেছেন, ‘‘উত্তরপ্রদেশ রাজ্যে প্রতিভার অভাব নেই। আর যে ক্লাব দলটি শুরুতেই চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে, সেই দলের দায়িত্ব নিলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।’’