শেষ আপডেট: 27th July 2019 14:16
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার প্রশাসনিক কমিটি জানিয়ে দিয়েছে কপিল দেবের নেতৃত্বধীন কমিটিই ভারতীয় দলের নতুন কোচের বাছাই করবে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় জানালেন, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁদের পছন্দ। গায়কোয়াড়ের করা এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। কোচ বাছাইয়ের আগেই কমিটি মেম্বার হয়ে তিনি কীভাবে এই কথা বললেন, তা নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহল। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে অংশুমান বলেন, "পারফরম্যান্স বিচার্য হলে, রবি শাস্ত্রী যথেষ্ট ভাল কাজ করেছেন। রবি শাস্ত্রীর বিষয় বাদ দিলে অন্য কোচিং পজিশনে বাছাই করা হবে। এটা নির্ভর করছে, কে আবেদন করছেন এবং বিসিসিআইয়ের নিজস্ব যোগ্যতামান তাঁদের রয়েছে কিনা, এই বিষয়ের উপরে।" কারণ শাস্ত্রী কোচ হলেও তিনি নিজের সাপোর্ট স্টাফ বাছতে পারবেন না। এটাও ঠিক করে দেবেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর উপদেষ্টা কমিটি। এই ব্যাপারে গায়কোয়াড় বলেন, "নিজে কোচ থাকাকালীন নিজের চিকিৎসা আমাকেই করতে হত। স্বচ্ছন্দের পরিস্থিতিতে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন কিনা, সেই বিষয়টিও দেখার। দলকে কোন আবেদনকারী কীভাবে সাহায্য করতে পারবে, তার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে।" তবে গায়কোয়াড়ের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। খাতায় কলমে এখনও ভারতীয় দলের কোচ শাস্ত্রী। অগস্টের মাঝামাঝি নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া হবে। ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারা যাবে। ইতিমধ্যেই কোচের পদের জন্য আবেদন করেছেন গ্যারি কার্স্টেন, বীরেন্দ্র সেহওয়াগ, মাহেলা জয়বর্ধনে, টম মুডির মতো হেভিওয়েট নাম। তাই সেখানে নির্বাচন প্রক্রিয়া বেশ কঠিন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর তার মধ্যে কীভাবে আগে থেকে কারও নাম বললেন তিনি। ক্রিকেট মহলের বক্তব্য, অংশুমান গায়কোয়াড় যে বলছেন, কোচ হিসেবে রবি শাস্ত্রী যথেষ্ট সফল, তার কোনও প্রমাণ নেই। কারণ এখনও পর্যন্ত কোনও আইসিসি টুর্নামেন্ট তাঁর অধীনে জেতেনি ভারত। আর আইসিসি টুর্নামেন্টের সাফল্যের উপরেই নির্ভর করছে একজন কোচের সাফল্য। সে দিকে বিচার করলে রবি শাস্ত্রীর থেকে অনেক বেশি সফল গ্যারি কার্স্টেন। আর তাই গায়কোয়াড়ের মন্তব্য কীভাবে যুক্তিযুক্ত, সেই নিয়েও উঠছে প্রশ্ন।