শেষ আপডেট: 12th July 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: জেমস আন্ডারসনকে আর কোনওদিন ইংল্যান্ডের হয়ে বোলিং করতে দেখা যাবে না। তিনি নিজের ক্রিকেট জীবনে ইতি টানলেন লর্ডসে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দুই দশকেরও বেশি সময়ের ঝলমলে কেরিয়ারকে গুডবাই জানালেন এই ইংলিশ পেসার। নিজের শেষ ম্যাচটিতেও তিনি ছন্দে ছিলেন।
আন্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইনিংসের সঙ্গে ১১৪ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। সিরিজে তারা ১-০ এগিয়ে গেল।
লন্ডনের লর্ডসে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ১২১ রানেই সব উইকেট তুলে নেন ইংলিশ বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৭১ রান তোলে বেন স্টোকসের দল। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিদায়ী ম্যাচ অ্যান্ডারসনের জন্যও ছিল দারুণ। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার। তবে সবাইকে ছাড়িয়ে এই ম্যাচে নায়ক হয়েছেন সদ্য অভিষেক হওয়া গাস অ্যাটকিনসন। যেন এক কিংবদন্তির বিদায় না হতেই আরও এক তারকার আগমন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন।
অ্যাটকিনসনকে এই ম্যাচে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন অ্যান্ডারসনই। সেটিও এক স্মরণীয় ঘটনা।
শুক্রবার ২৫০ রান পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের দাঁড়াতেই দেয়নি ইংল্যান্ড। ক্রেগ ব্রাথওয়েট (২৬ বলে ৪) বোল্ড করে শুরুটা করেছিলেন জিমিই। ৩৭ রানেই ৪ টপঅর্ডারকে হারায় ক্যারিবীয়রা। এরপর ৫৫ রানে ছিল না ৫ উইকেট। ১৬ ওভার বোলিং করে ৩২ রানে ৩ উইকেট নেন আন্ডারসন। লর্ডসেই শুরু করেছিলেন, আর জীবনের শেষ টেস্টও ৪২ বছরের তারকা খেললেন ক্রিকেটের মক্কাতেই।