শেষ আপডেট: 29th July 2023 04:42
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন (Buldhana bus accident)।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২.৩০ নাগাদ মহারাষ্ট্রের বুলদানায় ৫৩ নম্বর জাতীয় সড়কের উপর মালকাপুর এলাকায় নান্দুর-নাকা উড়ালপুলে। দুর্ঘটনাগ্রস্থ বাসগুলির মধ্যে একটি আসছিল অমরনাথ যাত্রা সেরে (Amarnath Yatra pilgrimage)। বালাজি ট্রাভেলসের বাসটি ফিরছিল হিঙ্গোলি জেলায়। রয়াল ট্রাভেলস কোম্পানির অন্য বাসটি নাসিকের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।
সূত্রের খবর, রাত তখন ২.৩০ হবে। সেই সময় একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সোজা ধাক্কা মেরে বসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। ঘটনায় আরও ২০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে বুলদানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৩২ জনের চোট সামান্য হওয়ায় তাদেরকে নিকটবর্তী একটি গুরুদ্বারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার জেরে প্রাথমিকভাবে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে অল্প সময়ের মধ্যেই পুলিশ গিয়ে পৌঁছায় সেখানে। ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বুলদানা জেলায় এটি গত কয়েকদিনে দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা। ১ জুলাই সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান, এবং আরও আটজন আহত হন। তারও আগে, ২৩ মে, ওই জেলারই নাগপুর-পুনে মহাসড়কে একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিল।
তেলেঙ্গানায় ১১ জনের দেহ উদ্ধার! লাগাতার বৃষ্টি আর হড়পা বানে শুরু মৃত্যুমিছিল