শেষ আপডেট: 25th April 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায়ে ২৫,৭৫৩ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। তবে এখানেই শেষ নয়। আরও নাকি চাকরি যাবে এবং সেই সংখ্যাটা প্রায় ৬০ হাজার! এমনই দাবি করেছেন বিজেপির এক বিধায়ক। তাঁর এই মন্তব্য নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
যোগ্য-অযোগ্য মিলিয়ে এতজনের চাকরি চলে যাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। কর্তৃপক্ষ সহযোগিতা করেনি বলে দাবি। যদিও এসএসসি বলেছে তারা যোগ্য-অযোগ্য মিলিয়ে তালিকা জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে। এই টানাপোড়েনের মধ্যেই বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, আরও প্রায় ৬০ হাজার চাকরি যাবে।
ওন্দার রতনপুরে এক দলীয় সভায় যোগ দিয়ে অমরনাথ বলেন, ''৩০ তারিখ আসছে। আরও ৫৯ হাজার লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা।'' গত সোমবার কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার আগে শনিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 'বোমা ফাটবে'। তাঁর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক, অভিযোগ করেছেন বিজেপির নির্দেশেই এই রায় দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবারই তমলুকের সভা থেকে নাম না করে এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা। প্রশ্ন তোলেন, ''রায় বেরনোর আগে কী করে জানলে? রায় কি তুমি লিখে দিয়েছিলে? নাকি বিজেপির পার্টি অফিস থেকে রায় লিখে দেওয়া হয়েছিল?'' এই ইস্যু নিয়ে অভিষেকও নিশানা করেছেন শুভেন্দুকে। কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান তিনি। এই পরিস্থিতির মধ্যেই ওন্দার বিজেপি বিধায়ক কার্যত ভবিষদ্বাণী করে দিলেন ৫৯ হাজার চাকরি যাওয়ার। বিতর্কের আগুনে ঘি পড়ল।