শেষ আপডেট: 27th November 2023 17:43
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ২ দিন। আগামী ২৯ তারিখ রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সেদিনের সভার আয়োজন করছে বিজেপি। লোকসভা ভোটার আগে বিজেপির এই সভা নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও শুরু থেকেই সেদিনের জমায়েত নিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। এবার সভায় যেতে কেউ আটকালে কী করতে হবে, তার 'ভয়ঙ্কর' নিদান দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে যদি কেউ বাধা দেয়, তাহলে তার টুঁটি টিপে বাসে তুলে তারপর গঙ্গায় ডুবিয়ে দিতে হবে।
এদিন ২৯ তারিখের সভার প্রস্তুতি হিসেবে ওন্দায় বিজেপি দলীয় কর্মসূচির আয়োজন করেছিল। সেখান থেকেই এমন কথা বলেছেন অমরনাথ। তিনি কর্মীদের স্পষ্ট জানিয়েছেন, কেউ এক গালে চড় মারলে তার আর এক গালে কামড়ে মাংস তুলে নিতে হবে। বিধায়কের এই মন্তব্য নিয়ে স্বভাবতই বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের তরফে মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অমরনাথ। তাঁর দাবি, সভায় যোগদানের ক্ষেত্রে আগে বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাই কর্মীদের সতর্ক করতেই এমন কথা বলেছেন তিনি।
বুধবার অমিত শাহের সভা নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের বাধার মুখে পড়েছিল বিজেপি। আগে থেকে ধর্মতলায় সভার অনুমতি চাইলেও পুলিশ বারবার তা নাকচ করে দিচ্ছিল। তখন হাইকোর্টে মামলা করা হয় বিজেপির তরফে। সিঙ্গল বেঞ্চ ওই জায়গাতেই সভার পক্ষে রায় দিলেও সেই রায় চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। যদিও সেই ঘটনায় ধাক্কা খায় রাজ্য সরকারই। বিচারপতি টিএস শিবজ্ঞানম যে শুধু ধর্মতলায় বিজেপির সভার পক্ষেই রায় দেন, তাই নয়, তিনি রাজ্যের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। ওই এলাকায় বিজেপির সভার অনুমতি না মিললে প্রয়োজনে একই এলাকায় ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত।