শেষ আপডেট: 12th October 2023 12:06
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার লম্বা সফরে উত্তরাখণ্ড গিয়েছেন। বৃহস্পতিবার, আজ সকালেই তিনি পৌঁছে যাবেন পিথরাগড় জেলার আদি কৈলাশ মন্দিরে। সেখান থেকে যাবেন যোগেশ্বর ধাম। দু-জায়গাতেই প্রধানমন্ত্রী পুজো করবেন। ইতিমধ্যে পার্বতী মন্দিরে পুজো দিয়ে ধ্যান করেছেন তিনি।
তাঁর অন্য সফরের মতোই উত্তরাখণ্ডের বৃহস্পতিবার একই সঙ্গে ‘রথ দেখা কলা বেচা’র কাজ সারবেন প্রধানমন্ত্রী। বিজেপি শাসিত পাহাড়ি রাজ্যটির জন্য মোটা অঙ্কের সরকারি প্রকল্প ঘোষণা করতে চলেছেন। সরকারি সূত্রের খবর, প্রায় ৪২০০ কোটি টাকার প্রকল্পের সূচনা-উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে আছে ৭৬টি গ্রামীণ রাস্তা, ২৫টি সেতুও। এছাড়া ১৫টি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দফতরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর আছে বেশ কিছু মেগা প্রকল্প।
পিথরাগড় জেলার গুঞ্জিতে রয়েছে ভারতীয় সেনার জম্মু-কাশ্মীর রাইফেলসের ছাউনি। প্রধানমন্ত্রী বেশ কিছু সময় সেনাদের সঙ্গেও কাটাবেন।
সাতসকালে দিল্লি থেকে সেনা বিমানে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে উত্তরখণ্ড সফর নিয়ে লেখেন, "দেবভূমির উদ্দেশে রওনা হচ্ছি। পাহাড়ি এই রাজ্যের উন্নয়নের ব্যাপারে ভারত সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বেশ কিছু উন্নয়ন প্রকল্পের আজ সূচনা হবে। সেই সঙ্গে দেবদর্শন, পূজাপাঠের মধ্য দিয়ে কাটবে দিনটি।"
প্রধানমন্ত্রী ইতিমধ্যে পার্বতী মন্দির পৌঁছে গিয়েছেন। সেখানে পুজো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধ্যান করেন তিনি। মোদীর যোগেশ্বর ধাম সফর নিয়ে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। এর আগে কোনও প্রধানমন্ত্রী সেখানে যাননি। ওই এলাকায় বহু মানুষ তামা দিয়ে দেব-দেবীর মূর্তির তৈরির কাজে যুক্ত। বস্তুত সেটাই স্থানীয় শিল্প এবং অন্যতম আর্থিক কর্মকাণ্ড। প্রধানমন্ত্রীকে তামার তৈরি মূর্তি উপহার দেওয়া হবে। মোদীর সফরের সুবাদে এই শিল্পের প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যোগেশ্বর ধামে ভক্ত সমাগমও বাড়বে বলে মনে করা হচ্ছে।
মোদী এর আগে হিমালয়ের কোলে অবস্থিত বহু মন্দির, প্রসিদ্ধ ধর্মস্থান সফর করেছেন। তীর্থস্থানগুলির পরিকাঠামো বৃদ্ধির দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। যাতায়াত, থাকা-খাওয়ার সুবিধা বেড়ে যাওয়ায় ভক্ত সমাগম কয়েক গুণ বেড়ে গিয়েছে ওই সব এলাকায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।