ব্যাট হাতে ঝড় তুলে দিলেন অভিষেক।
শেষ আপডেট: 7th July 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: ট্র্যাভিষেক নয়, এবার একা অভিষেকেই কামাল! সঙ্গে আবার ঋতুরাজ ও কলকাতার ঘরের ছেলে রিঙ্কু সিংহ!
বিশ্বকাপ জয়ের পরেই প্রায় আছড়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। সিনিয়র ক্রিকেটাররা কেউ ছিলেন না। একঝাঁক তরুণ মুখকে নিয়ে জিম্বাবোয়ের বিমান ধরেছিলেন ভিভিএস লক্ষণ। কিন্তু প্রথম ম্যাচেই একেবারে মুখ থুবড়ে পড়েছিলেন আইপিএলে ঝড় তোলা অভিষেক শর্মা, রিয়ান পরাগ, রিঙ্কু সিংহ, ধ্রুব জুড়েল। একমাত্র শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে একশো রান পার করে ভারত। কিন্তু জিম্বাবোয়ের ১১৫ তাড়া করতে গিয়ে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে ১০২ রানের অল-আউট হয়ে গিয়েছিল ভারত। প্রশ্ন উঠে গিয়েছিল, আইপিএলে দেশের মাঠে ধুমধড়াক্কা পিটিয়ে শেষে দেশের বাইরে গেলেই সব জারিজুরি বেরিয়ে যাচ্ছে?
মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই 'কামব্যাক' করলেন অভিষেক শর্মা।
দ্বিতীয় টি২০-তে আজ টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক শুভমন গিল। কিন্তু ওপেন করতে নেমেই আজ কড়া হাতে রাশ ধরেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে রেকর্ড বই তছনছ করে দেওয়া অভিষেক। নিজের জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলছেন তিনি। শেষ করলেন সেঞ্চুরি হাঁকিয়ে। মাত্র ৪৭ বলে হারারের গ্যালারিতে ত্রাস তৈরি করে ১০০ করলেন অভিষেক। মারলেন সাতটা চার, আটটা ছক্কা। স্ট্রাইক রেট ২১২।
অধিনায়ক শুভমন অবশ্য টিকতে পারেননি। কিন্তু তিন নম্বরে নামা চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় পাল্টা মার শুরু করেন। অভিষেকের মারের পাল্টা খানিক উইকেট বাঁচিয়ে শুরু করেন ঋতুরাজ। কিন্তু পরে তিনিও চালিয়ে খেলতে শুরু করেন। ৪৭ বলে ৭৭ করেন ঋতুরাজ।
তবে ভারতের হয়ে শেষ মার মারেন কলকাতা নাইট রাইডার্সের 'ঘরের ছেলে' রিঙ্কু। ঋতুরাজের সঙ্গে নেমে আজ একেবারে পুরোদমে নিজের মেজাজে ছিলেন রিঙ্কু। ব্লেসিং মুজারাবানিকে পর পর দুটো ছক্কা মারেন। শেষ ওভারে ঋতুরাজ দুটো চার ও রিঙ্কু দুটো বিশাল ছক্কা মারেন। মাত্র ২২ বলে ৪৮ করেন রিঙ্কু। মারেন পাঁচটি ছক্কা ও একটি চার। স্ট্রাইক রেট ২১৮। ভারতের স্কোর পৌঁছয় ২৩৪ রানে। মাত্র ২ উইকেট হারিয়ে। হারারের মাঠে টি২০ ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান!
পাঁচ ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবোয়েতে এসেছে ভারত। সবক'টি ম্যাচই হবে রাজধানী হারারেতে। বিশ্বকাপের পর সিনিয়রদের প্রায় সকলকেই বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি জিম্বাবোয়ে এসেছেন রিঙ্কু সিংহ, শুভমন গিলরা। বলা হচ্ছে, ভারতের পরবর্তী ব্যাটিং প্রজন্মকে দেখে নেওয়াই এই সিরিজের মূল উদ্দেশ্য। অতএ আইপিএলে আসমুদ্রহিমাচল তাক লাগানো পারফর্ম করা রিঙ্কু, অভিষেক, ধ্রুব জুড়েল, ঋতুরাজ, রিয়ান পরাগ, মুকেশ কুমার, আবেশ খানদের পাঠিয়েছেন অজিত আগরকররা। এদের মধ্যে অভিষেক, ধ্রুব ও রিয়ান জীবনের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে এসেছেন। এখনও ভারতীয় দলের পরবর্তী স্থায়ী কোচ কে হবেন ঠিক হয়নি। ফলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এনসিএ প্রধান লক্ষণকে। প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ায় প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু পরের ম্যাচেই জোরকদমে 'কামব্যাক' করা ইয়ং ইন্ডিয়াকে দেখে মুগ্ধ সমর্থকরা।