শেষ আপডেট: 20th April 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মুখ্যমন্ত্রী সম্পর্কে কু-কথা বলায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে। সেই মামলাতেই শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন তিনি।
মার্চ মাসের ২৫ তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কু কথা বলে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ। তারপরেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। গত মাসের ২৭ তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা কাজল দাস দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এই কু-কথায় শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি, সম্মানহানি হয়েছে সমস্ত মহিলার।
জামিন নিতে শনিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজিরা দেন তিনি। দিলীপ ঘোষের আইনজীবী বিচারকের কাছে পুরো ঘটনা তুলে ধরেন। তারপরেই সমস্ত দিক বিবেচনা করে বিচারক দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেন। সরকার পক্ষের আইনজীবী কোনও বিরোধিতা করেননি।
এরপর দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের সঙ্গে দেখা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কথা বলেন তাদের সাথে। বাইরে বেড়িয়ে এসে দিলীপ ঘোষ বলেন, "যেখানে আমি যাই সেখানেই আমার নামে ঝুড়ি ঝুড়ি মামলা হয়। অসুবিধে নেই। আর যারা নির্বাচনের সময় মারামারি অশান্তি করছে তারা বুঝে গেছে এই ভোটের পর অনাথ হয়ে যাবে। ৪ তারিখ শেষ হাসি বিজেপি হাসবে, সময়ের অপেক্ষা শুধু।"
এদিন দুপুরে মহকুমা আদালতের সামনে একটি হোটেলে দুপুরের খাবার খান। এর আগে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মণ্ডল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে বিধাননগরের অমরাবতী ডিফেন্স কলোনিতে সংযুক্ত মোর্চার একটি সম্মেলনে যোগ দেন।