শেষ আপডেট: 15th April 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: নিশীথ প্রামাণিক ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সিতাইয়ে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করেন অভিষেক। উদয়ন গুহ সহ জেলার অন্য নেতারাও এই রোড-শোয়ে অংশ নেন।
এই রোড শো চলাকালীনই অভিষেক বলেন, "কোচবিহারের মানুষ নিশীথ প্রামাণিককে ভোট দেবেন না। উনি ভোটে জিতলে আপনাদের মাছ খাওয়া বন্ধ হয়ে যেতে পারে।" অভিষেকের এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কোচবিহারের বিজেপি নেতৃত্ব। তাঁরা বলেন,"নিশীথ প্রামাণিক আদ্যন্ত বাঙালি। মাছ খেতেও তিনি খুব ভালবাসেন। কেন তিনি ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হবে! ভোটের আগে এভাবেই মিথ্যা প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।"
শুক্রবারই জম্মুর উধমপুরে গিয়ে শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নেতাকে মুঘলদের মতো `বিধর্মী`দের সঙ্গেও তুলনা করেন মোদী। কারও নাম না করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের দুই শরিক শিবের মাস শ্রাবণে মাংস খাচ্ছেন। এসব কোনওদিন দেখেছে ভারতের মানুষ! আসলে এঁরা দেশের সংখ্যাগুরু মানুষের ধর্মীয় আবেগকে পাত্তা দিতে চায় না।"
আমিষের প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই মনোভাব আগেও দেখা গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নানাভাবে নিরামিশের প্রচার হয়েছে। এবার ভোট প্রচারে গিয়ে সেটাকেই অস্ত্র করলেন এ রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখারও অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, ‘আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে না। কোচবিহারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যে এলাকার বাসিন্দারা আবাসের ঘর পাবেন।" একইসঙ্গে নিশীথ প্রামাণিককে নিশানা করে অভিষেক বলেন, ‘নিশীথ কোনওদিনও আমজনতার কথা ভাবেননি। তাঁদের জন্য কিছু করেননি।’