শেষ আপডেট: 14th August 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলের কাছে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয় মানে মূলপর্বে যাওয়ার বিষয়ে তারা এগিয়ে থাকত। বুধবার অবশ্য যুবভারতীতে লাল হলুদ দল অলটিন অসিরের বিরুদ্ধে হারল ২-৩ গোলে।
সল্টলেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন অসিরের বিরুদ্ধে সবটাই করেছে লাল হলুদ দল। কিন্তু তাদের রক্ষণ ভাল নয়। সেদিক থেকে তারা ভুগেছে।
ম্যাচের বিরতিতেই ইস্টবেঙ্গল পিছিয়ে ছিল ১-২ গোলে। ১২ মিনিটের মাথায় অলটিনের আক্রমণ প্রতিহত করেন গিল। আক্রমণাত্মক খেলার চেষ্টায় ইস্টবেঙ্গলের রক্ষণে ফাঁক থেকে গিয়েছিল। যার সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে তুর্কমেনিস্তানের ক্লাবটি। লাল হলুদের গোলের নিচে ভাল খেলেছেন গিল। তিনি বহুবার দলের পরিত্রাতা হয়েছেন।
ম্যাচের শুরুতেই লাল হলুদ দল এগিয়ে গিয়েছিল। কিন্তু বেশিক্ষণ সেই সুযোগ তারা ধরে রাখতে পারেনি। সাত মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড। লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন সল ক্রেসপো। তাঁর গোলটি ম্যাচের ৫৯ মিনিটে। বিপক্ষের গোলদাতা আন্নায়েব, সেলিম ও টিটভ।
একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। শেষ মুহূর্তে ঢাল হয়ে ইস্টবেঙ্গলের বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেন অলটিন অসিরের গোলরক্ষক।
প্রথমার্ধে ইনজুটি টাইম হিসেবে যোগ হয় ৬ মিনিট সময়। বিরতির ইনজুরি টাইমে কাউন্টার অ্যাটাকে উঠে ফ্রি-কিক আদায় করে নেয় ইস্টবেঙ্গল। যদিও এবারও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। তখনও সেভ করেন অলটিনের গোলকিপার।
৮১ মিনিটে ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভার গোল বাতিল হয়, না হলে হয়তো ম্যাচ ড্র হতে পারত। রেফারি সেইসময় ফাউলের বাঁশি বাজান। শুধু তাই নয়, তুর্কমেনিস্তান একবার আত্মঘাতী গোলও দিয়ে দিচ্ছিল। সেই ভাগ্য থেকেও বঞ্চিত হয় ইস্টবেঙ্গল।
ঘরের মাঠে ভাল খেলেছে ইস্টবেঙ্গল। তাদের কোচ কার্লোস কুয়াদ্রাত দলকে আক্রমণাত্মক খেলিয়েছেন। কিন্তু সেই প্রচেষ্টা কাজেও এসেছিল। কিন্তু বিপক্ষ দল ক্রম তালিকায় এগিয়ে থাকার কারণে তারা অনেক বেশি পরিণত ছিল। সেই কৌশলেই বাজিমাত করেছে তুর্কমেনিস্তানের দলটি। তারা ম্যাচের ৫২ মিনিটের মধ্যেই তিন গোল করে দিয়েছে।