শেষ আপডেট: 20th May 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন চলাকালীন ছাপ্পা ভোট দেওয়ার বিষয়টি কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। তা বলে একটি দলকে পরপর আটবার ভোট! চমকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এক যুবকের বিরুদ্ধে বিজেপিকে আটবার ভোট দেওয়ার অভিযোগ উঠেছে! ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। এরপরই রাজন নামের সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের ফারুখাবাদ কেন্দ্রের এই ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। কীভাবে ফোন নিয়ে বুথে ঢুকল ওই যুবক, কীভাবে অতক্ষণ ধরে তাঁর আটবার ভোট দেওয়া কেউ খেয়াল করল না, কীভাবে সকলের নজর এড়িয়ে গেল সে, এইসব প্রশ্নের উত্তর এখনও অমিল। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, যুবক নিজেই তাঁর ভোট দেওয়ার ভিডিও করছে। একবার, দুবার নয়, আটবার ইভিএম-এ বিজেপির প্রতীকের বোতাম টিপছে সে। এমনকী নিজের আট আঙুলে ভোটের কালি লাগানো ছবিও দেখায় ওই যুবক।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজবাদী পার্টি পুলিশে এফআইআর দায়ের করে। বিজেপির বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে তারা। অভিযোগ পাওয়ার পরই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। অন্যদিকে কমিশনও ওই যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের কোপ থেকে বাদ যাননি ওই বুথের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে বাকি ভোটকর্মীরা। ওই বুথে ঘটনার সময়ে যে কজন আধিকারিক উপস্থিত ছিলেন তাদের সকলকে সাসপেন্ড করা হয়েছে।
अगर चुनाव आयोग को लगे कि ये गलत हुआ है तो वो कुछ कार्रवाई ज़रूर करे, नहीं तो…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 19, 2024
भाजपा की बूथ कमेटी, दरअसल लूट कमेटी है। #नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/8gwJ4wHAdw
সোমবার পঞ্চম দফার ভোটে দেশে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে ভোটদানের হার প্রায় ৩৩ শতাংশ। তার পরে রয়েছে লাদাখ, ২৭.৮৭ শতাংশ। ভোটদানের হারে তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ভোট পড়েছে ২৭.৭৬ শতাংশ।