শেষ আপডেট: 16th June 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ জুলাই রথযাত্রা। সাধারণত এদিন থেকে দুর্গাপুজোর প্রস্তুতি নিতে শুরু করে পুজো কমিটিগুলি। কিন্তু ৭১ পল্লি বৈশাখী সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো হয়ে গেল রবিবার।
ঢাকের শব্দে জমজমাট ছিল এদিনের সকাল। বিগত ৫৭ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে ৭১ পল্লি বৈশাখী সর্বজনীন। এবারে তারা ৫৮ তম বর্ষে পা রাখতে চলেছে। মহিলা পরিচালিত এই পুজোর এবারের থিম "সংসারে মায়ের অবদান"।
উদ্যোক্তারা জানিয়েছেন, মায়ের পুজোয় অংশ নেওয়ার অধিকার সকলের রয়েছে। পোষ্যরাও বাড়ির সন্তানের মতোই। তারা মায়েরও সন্তান। তাই তাদেরও দেবীর পুজোর সূচনাপর্বে অংশগ্রহণের অধিকার রয়েছে। সেই কারণেই এই প্রথমবার উদ্যোক্তাদের সঙ্গে ৭ পোষ্যও খুঁটি পুজোতে উপস্থিত থাকল।
লালপাড় শাড়ি পরে একেবারে সাবেকি সাজে দেখা গেল স্থানীয় মহিলাদের। সঙ্গে মহিলা ঢাকিদের বাজনায় সূচনা হয়ে গেল বৈশাখী সর্বজনীনের পুজোর প্রস্তুতি।