Sayani Ghosh
শেষ আপডেট: 22nd July 2024 20:34
দ্য ওয়াল ব্যুরো: কার্যত স্বীকার করে নিলেন সায়নী। জানালেন, তিনি দিদির নির্দেশ মেনে তালিকা করেছেন। সেই অনুযায়ী রদবদলও হতে পারে বলে ইঙ্গিত করে সায়নী বললেন, 'চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট থিং!' অর্থাৎ, পরিবর্তনই চিরসত্য।