এখনও বিপদসীমার ওপরে রয়েছে সেইন নদীর জল।
শেষ আপডেট: 29th July 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: অন্তত এখনও তো আয়োজকদের জন্য খুব একটা আশা জাগাতে পারছে না সেইন।
কী না করা হয়েছে এবারে? প্যারিস অলিম্পিকের শুরু থেকেই আয়োজক কমিটি এবং ফরাসি সরকার বার্তা দিয়েছিল, তারা সবচেয়ে কম খরচে অলিম্পিক আয়োজন করে দেখিয়ে দেবে। কোনও বাড়তি স্টেডিয়াম বানানোর দিকে যাওয়া হবে না। যতটা সম্ভব বর্তমান স্টেডিয়ামকেই ঘষেমেজে কাজ চালানো হবে। পরিবেশবান্ধব আয়োজন হবে। কার্বন নিঃসরণ একেবারে নূন্যতম করে ফেলা হবে। সর্বোপরি, অলিম্পিকের জন্য একেবারে ঝকঝকে সাফ করে ফেলা হবে সেইন নদীকে। প্যারিস শহরের প্রাণভোমরা এই নদীতেই আয়োজন করা হবে ট্রায়াথলন ইভেন্টের।
যেমন কথা, কেমন কাজ। যথারীতি কোমর বেঁধে নেমে পড়েছেন ফরাসি প্রশাসনের কর্তারা। পারিষদ দলে বরাবরই শতগুণ বলেন এবং করেন। অতএব স্টেডিয়াম ইত্যাদি বানানোর খরচ বাঁচাতে গিয়ে উলটে সেইনকে সাফসুতরো করতেই দেড় বিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে ফ্রান্স। মাটির তলায় একটা প্রকাণ্ড জল-ধারক বেসিন বানানো হয়েছে। খোলনলচে পাল্টে নতুন নিকাশি পাম্প বসানো হয়েছে। গাদাখানেক বর্জ্য জলের শোধন প্ল্যান্ট তৈরি করা হয়েছে। প্রত্যেকটি কল-কারখানা এবং গৃহস্থালিকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও ভাবেই বর্জ্য জল না সেইনে না মেশে। ফ্রান্সের লক্ষ্য ছিল, অলিম্পিকের পরে সেইনকে একেবারে স্বচ্ছ, পরিষ্কার জলের নদীতে পাল্টে ফেলা।
কিন্তু একশো বছর ধরে যে নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল, বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিল্পোন্নত শহরের সবচেয়ে জনবহুল এলাকা দিয়ে প্রবাহিত সেই নদীকে কি স্রেফ ইউরো খরচ করেই শুদ্ধ করে ফেলা যায়? অতএব যত দিন এগিয়েছে, বিশেষজ্ঞরা আশঙ্কায় জেরবার হয়েছেন। বারংবার দেখা গিয়েছে, সেইনের জল আদৌ সুরক্ষিত জায়গায় নেই। ই-কোলাই-সহ নানা ব্যাকটেরিয়ার স্তর বিপজ্জনক মাত্রায় বেশি। বৃষ্টি হলে আরও বেড়ে যায়। একেবারেই তা অলিম্পিকের সুস্থ পরিসীমার ধারপাশ দিয়ে যায় না।
যথারীতি, আবারও সেসব কানে তোলেননি ফরাসি প্রশাসনের কর্তা ও অলিম্পিক আয়োজকরা। ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছে, যত যাই হোক, অলিম্পিকের আগে সেইন পরিষ্কার হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে তা অবশ্য জানা যায়নি। কিন্তু তাতে ফ্রান্সের কর্তাদের ভ্রূক্ষেপ ছিল না। হাওয়া ঘোরাতে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো অবধি সেইনে নেমে ডুব দিয়ে উঠে আসেন। বলে দেন, এই তো জল সাফসুতরো আছে।
কিন্তু রবিবার ট্রায়াথলনের প্রি-রেস ইভেন্টের সময় ফের দেখা যায়, জলে ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনক জায়গাতেই রয়েছে। ফলত বাতিল করে দিতে হয় রবিবার সাঁতারের প্রস্তুতি। আজ সোমবারও প্রস্তুতি ছিল ট্রায়াথলনের। কিন্তু আয়োজকরা আবারও পরীক্ষা করে দেখেন, জল ভাল জায়গায় নেই। ফলে সোমবারও বাতিল হয়ে যায় প্রস্তুতি।
পুরুষদের ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার কথা মঙ্গলবার। কিন্তু জল কি আগামীকালের মধ্যে ঠিকঠাক হবে? না হলে অবশ্য আরও দুইদিন রিজার্ভ ডে রাখা হয়েছে ইভেন্টের। তা হল ১ ও ২ আগস্ট। কিন্তু সেদিনেও যদি জলের মান ঠিক না হয়? সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না আয়োজকদের। সাঁতারের অংশ বাদ দিয়ে 'ডুয়াথলন' বলে বাকি দুই ইভেন্ট করা হবে সেইনে। যদিও এখনও আয়োজকরা আশাবাদী, মঙ্গলবারের আগেই জল ঠিকঠাক জায়গায় চলে যাবে।