শেষ আপডেট: 4th October 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের কর্নাটক জয়ের পর থেকেই রাহুল গান্ধী নতুন স্লোগান তুলেছিলেন। তা হল—ঘৃণার বাজারে মহব্বতের দোকান খুলতে হবে। এই ভালবাসা শুধু মানুষে মানুষে প্রেম নয়। রাহুল বোঝাতে চেয়েছেন, সমাজে আরও বেশি সহনশীলতা, সহমর্মিতা প্রয়োজন। সেই ভাললাগা ও ভালবাসার এক মিষ্টি ছবি বুধবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে দিল কংগ্রেস।
Pawww moment ????????❤️
— Indian Youth Congress (@IYC) October 4, 2023
Watch Full Video at RG's Youtube.https://t.co/aCO71wRlDk pic.twitter.com/ibfHpIRgx7
তাতে দেখা যাচ্ছে, সনিয়া গান্ধীকে একটি সারপ্রাইজ গিফট দিয়েছেন রাহুল। দশ নম্বর জনপথের সদর দরজার সামনে একটি বেতের তৈরি বাক্সে চাপা দিয়ে রেখেছিলেন এক ছোট্ট কুকুর ছানাকে। সনিয়াকে ডেকে এনে সেই বাক্সটি খুলতে বলেন রাজীব পুত্র। সনিয়া তা খুলেই চমকে যান। তার পর লহমায় ফুটফুটে কুকুর ছানাটিকে কোলে তুলে নেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কুকুর ছানাটি দশ জনপথের অন্দরমহলে বেশ আনন্দের সঙ্গে খেলে বেড়াচ্ছে। কখনও বিছানায় উঠে গড়াগড়ি খাচ্ছে, মোবাইলের কভার মুখে দিয়ে চিবোচ্ছে, কখনও বা আরেকটি কুকুর ছানার সঙ্গে খেলা করছে।
রাহুলের একটি পোষ্য ছিল। তার নাম পিডি। বাড়িতে অন্য পোষ্যটি পিডি কিনা তা স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে, তার সঙ্গে বন্ধুত্ব বেশ জমে উঠেছে নতুন অতিথির।