দ্য ওয়াল ব্যুরো: গুরুতর অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহার থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। রবিবার দুপুরে কোচবিহারে পাঠানো হয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। তাতে করিয়েই উড়িয়ে আনা হচ্ছে রবিবাবুকে।
রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছেন চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে এসএসকেম হাসপাতালে। মুখ্যমন্ত্রী হাসপাতালের সমস্ত বিষয় দেখার দায়িত্ব দিয়েছেন পূর্ত, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসকে।
শুক্রবার রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন রবীন্দ্রনাথবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিজনরা। ভর্তি করে চিকিৎসা শুরু হয় তাঁর। এখন রবীন্দ্রনাথবাবুর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
তাঁর চিকিৎসক সুভাষচন্দ্র সাহা বলেন, ‘‘মেজর হার্ট অ্যাটাক হয়েছে মন্ত্রীর। তবে সঙ্গে সঙ্গে হাসপাতালে এনে তাঁর চিকিৎসা শুরু হওয়ায় বিপদ এড়ানো গেছে। এই মুহূর্তে রবিবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল।’’
মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলার বিধায়ক ও মন্ত্রীরা। উদ্বিগ্ন দলের কর্মী সমর্থকরাও ভিড় জমান হাসপাতালের বাইরে।