শেষ আপডেট: 28th October 2023 20:14
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে টানা ব্যর্থতার পর্ব চলছে পাকিস্তানে। আলোচনা শুরু হয়ে গিয়েছে, এটাই কি পাকিস্তানের সবচেয়ে কমজোরি দল বিশ্বকাপে? যে দলটি গত দু’মাস আগেও ওয়ান ডে ক্রিকেটে শীর্ষে ছিল, তাদের এমন হাল কেন হল, সেই নিয়ে নানা কথা হচ্ছে।
গত ম্যাচেও পাক দল হেরেছে প্রোটিয়া বাহিনীর কাছে। যদিও শেষপর্যন্ত লড়েছেন বাবর আজমরা। তবুও এই টানা ব্যর্থতায় দেশের প্রাক্তনদের বড় অংশ দায়ী করছেন দলের অধিনায়ক বাবরকেই। বলা হচ্ছে, দলের নেতাই পুরো দলকে তাতাতে ব্যর্থ।
শুধু তাই নয়, বিশ্বকাপের পরেই যে বাবরের অধিনায়কত্ব যাবে, সেটাও বলে দিয়েছেন পাক কর্তারা। এখানেই শেষ নয়, বাবরের উপর নাকি এতটাই বিরক্ত বোর্ড কর্তারা, অধিনায়কের মেসেজের জবাবও দিচ্ছেন না তাঁরা। বাবর মেসেজ করেছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আসরফকে। কারণ পাক শিবিরের খবর, গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না ক্রিকেটাররা। তাঁরা এই বিষয়ে বারবার বলেও কোনও সদুত্তর পাননি।
বোর্ডের ব্যবহারে খুশি নন পাক ক্রিকেটাররাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক ক্রিকেটার দাবি করেছেন, বোর্ডের তরফে কোনও সহযোগিতা পাচ্ছেন না তাঁরা।
সেই ক্রিকেটার বলেছেন, ‘‘বোর্ডের কিছু কর্তা আমাদের নামে কিছু সংবাদমাধ্যমে ভুল খবর দিচ্ছেন। তাতে আমাদের শিবিরে নানা সমস্যা হচ্ছে। যেগুলি দেওয়া হচ্ছে তা পরিকল্পিত। ক্রিকেটারদের একতাকে নষ্ট করা হচ্ছে। বলা হয়েছে, আমাদের নাকি মিটিংয়ে কোনও ঐক্য নেই। এটা ঠিক নয়, ক্রিকেটারদের মধ্যে মতভেদ থাকতে পারে। তা নিয়ে মারামারি হয়নি।’’