শেষ আপডেট: 1st October 2023 21:34
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি যুজবেন্দ্র চাহলের। এই নিয়ে পরপর তিনটে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। এমনি সময় ভারতীয় দলের অন্যতম প্রধান অঙ্গ তিনি, কিন্তু বিশ্বকাপ এলেই কেন চাহলকে বারবার বাদ পড়তে হয়? এই প্রশ্ন গত কয়েকদিন ধরেই ঘুরছে। এবার নিজের বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতের লেগ স্পিনার চাহল। উগরে দিলেন একরাশ ক্ষোভ।
২০২১ সালের টি২০ বিশ্বকাপ হোক বা ২০২২ বিশ্বকাপ, কিংবা ২০২৩-এর একদিনের বিশ্বকাপ--- যুজবেন্দ্র চাহলের ভাগ্যে একবারও শিকে ছেড়েনি। সম্প্রতি বিসিসিআই বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা হলেও বাদ পড়তে হয়েছে চাহলকে।
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে নিজের বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় লেগ স্পিনার। তিনি বলেন, 'সুযোগ না পাওয়ায় খারাপ তো লাগছেই। এইসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। দেখতে দেখতে তিনটে বিশ্বকাপ এভাবেই হয়ে গেল। কিন্তু আমার জীবনের মূল মন্ত্র এগিয়ে যাওয়া। সেটাই আমি চেষ্টা করছি।'
বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পেয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ড গেছেন চাহল। সেখানে তিনি কেন্ট টিমের হয়ে খেলছেন। ভারতে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তখন কেন এমন সিদ্ধান্ত নিলেন চাহল? নিজেই তা স্পষ্ট করেছেন। তাঁর কথায়, 'কোথাও না কোথাও আমি ক্রিকেট খেলতে চাই। এখানে আমি লাল বলে খেলার সুযোগ পাচ্ছি। ভারতের হয়ে সত্যি লাল বলে খেলতে চাই আমি। এখানে আমি অভিজ্ঞতা অর্জন করছি।'
শেষে তিনি এও বলেন, 'ভাল খেললে ভারতীয় দলে ঠিক জায়গা পাব। আমি জানি আমার জায়গা কেউ নিতে পারবে না।'