শেষ আপডেট: 14th March 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: ফর্ম সাময়িক। কিন্তু ক্লাস চিরন্তন। ফের একবার সেটা প্রমাণ করে দেখালেন যুবরাজ সিং (Yuvraj Singh,)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। বয়সও বেড়েছে। কিন্তু অবসর কিংবা বয়স যে কোনওভাবেই দক্ষতায় থাবা বসাতে পারেনি তার নজির তুলে ধরলেন ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে (IML)। বিপক্ষ অস্ট্রেলিয়া। সেখানে গতকাল ৩০ বলে ৫৯ রানের আগুনে ইনিংস খেলেন যুবরাজ। ভারত তোলে ২২০ রান৷ জবাবে ব্যাট করতে নেমে অজি বাহিনী ১২৬ রানে গুটিয়ে যায়। ৯৪ রানে বড় জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
রায়পুরের ময়দানে যুবির পাশাপাশি পুরোনো ফর্মের ঝলক দেখান শচিনও। করেন ৪২ রান। মাত্র ৩০ বলে। এ ছাড়া ইরফান পাঠান (৭ বলে ১৯ রান), ইউসুফ পাঠান (১০ বলে ২৩ রান) ছন্দে থাকলেও গতরাতের শোয়ের নায়ক ছিলেন যুবরাজই। ৫৯ রানের ঝোড় ইনিংসে ৭ খানা লম্বা ছক্কা হাঁকান তিনি। তার মধ্যে স্টুয়ার্ট ম্যাকগিনের এক ওভারে স্টেডিয়াম-পার-করা ৩টে বিশাল ছয় দেখে দর্শকদের পুরোনো স্মৃতি তাজা হয়ে গিয়েছিল।
????????????????????????'???? ????????????-???????????????????????????????? 5️⃣0️⃣! ????
— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) March 13, 2025
His powerful display leads him to a remarkable half-century! ⚡????
Watch the action LIVE ➡ on @JioHotstar, @Colors_Cineplex & @CCSuperhits! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/QhJRdyh4zu
অনেকেরই মনে পড়ছিল ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের সেই রাত। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছটি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ। গতকাল এক ওভারে না হলেও এক ম্যাচে ৭টা ছক্কা মারলেন। সেদিন ইংল্যান্ড বোলারদের সামনে কোনও উত্তর ছিল না। গতকাল নিরুত্তর থাকে অস্ট্রেলিয়া বাহিনী৷
ভারতের ২২০ রানের বিরাট স্কোর তাড়া করতে নেমে বিপাকে পড়ে অজিরা। পাওয়ার প্লে-তেই তাদের ছত্রভঙ্গ করেন বিজয় কুমার। শন মার্শ ও শেন ওয়াটসনকে গোড়াতেই হারিয়ে বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়া টিম। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় তারা।