Latest News

আর্জেন্তিনার কাছে হার, ভারতীয় মহিলা হকি টিমের সদস্যের পরিবারকে জাত-কটাক্ষ, গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে ভারতীয়  মহিলা হকি টিমের আর্জেন্টিনার  কাছে পরাজয়ের জের!   ভারতীয় মহিলা হকি টিমের সদস্য বন্দনা কাটারিয়ার পরিবারের সদস্যদের জাত তুলে গালিগালাজের অভিযোগ। হরিদ্বারে যেখানে তাঁরা থাকেন,  সেই এলাকার একদল যুবক বাজি  ফাটিয়ে, নাচানাচি করেছে, জাতপাতগন্ধী  মন্তব্য করেছে বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরাজয়ের জন্য ব্যঙ্গবিদ্রূপ করে ওই যুবকরা।

টোকিও অলিম্পিকে দুর্দান্ত লড়ে ভারতীয় মহিলা টিম অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে দেশের নানা মহলের প্রশংসা পায়। তাদের ঘিরে বিরাট প্রত্যাশা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত হেরে যায় তারা। তবে টিমের  প্রতিটি খেলোয়াড় চিরদিন মনে রাখার মতো লড়াই করেন। কিন্তু সেখানেও জাতপাতের ইস্যু!

বন্দনার ভাই চন্দ্রশেখর সংবাদ সংস্থাকে বলেন, আমাদের বাড়ির বাইরে ৩-৪টা ছেলেকে বাজি ফাটাতে, নাচানাচি  করতে দেখেছি। কেন আমাদের জাতের মেয়েরা জাতীয় টিমে খেলবে, ওরা বলছিল! তিনি আরও বলেন, আমাদের পরিবারের লোকজন ভীত, সন্ত্রস্ত কেননা ওই ছেলেরা আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। গোটা ঘটনাটা জানিয়ে আমরা অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত যুবকরা রোশনাবাদ এলাকায় তাঁদের বাড়ি থেকে কয়েক মিটার দূরেই থাকে বলে জানিয়েছেন তিনি। চন্দ্রশেখর বলেন, ওদের দুজন হকি প্লেয়ার। আমাদের সঙ্গে ওদের শত্রুতা আছে বটে, কিন্তু অলিম্পিকে জাতীয় দলের হারে এমন আচরণ মেনে নেওয়া যায় না। ওদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত।

হরিদ্বার পুলিশের বিবৃতিতে প্রকাশ, বিজয় পাল, অঙ্কুর পাল, সুমিত চৌহান ও আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে সিদকুল থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও তফসিলি জাতি ও উপজাতি আইনের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। রোশনাবাদ স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার সকালে প্রধান অভিযুক্ত বিজয়পাল ধরা  পড়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।

জাতপাতের ইঙ্গিত তুলে বন্দনার  পরিবারের লোকজনকে কটাক্ষ করা যুবকরা উঁচু জাতের বলে দাবি কোনও কোনও সূত্রের।

You might also like