গৌতম গম্ভীর
শেষ আপডেট: 28th January 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: কাউন্টডাউন শুরু হয়ে গেছে। না, প্রত্যাবর্তন কিংবা নতুন কোনও রেকর্ড তৈরির নয়। কাউন্টডাউন সিদ্ধান্ত পুনর্বিবেচনার, পারফরম্যান্স বিশ্লেষণের… হয়তো সম্ভাব্য ছাঁটাইয়েরও! ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচের কুর্সিতে বসা গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারও মতে তাঁর মেয়াদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। কেউ বলছেন তৎপরবর্তী ইংল্যান্ড সফরই হতে চলেছে গম্ভীরের চাকরি বাঁচানোর ডেডলাইন।
যদিও বিশ্লেষকদের মতে, সবকিছুই নির্ভর করছে আগামি দিনে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর। এমনিতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং তারপর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি ভারতের একদল তারকা ক্রিকেটারের ফুটিফাটা ফর্মকে বে-আব্রু করেছে। ড্রেসিং রুমে দলগত সংহতির অভাব, কোচ-অধিনায়ক সংঘাত বিতর্ককে আরও উস্কেছে।
এই আবহে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিই কি হতে চলেছে কোচ গম্ভীরের অন্তিম লিটমাস টেস্ট? প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে, এই টুর্নামেন্টে রোহিতরা ধরাশায়ী হলে চাপ বাড়বে, আসন টলমল করবে ঠিকই। কিন্তু গৌতম উৎখাত হবেন, যদি ইংল্যান্ড সফরে গিয়ে বিরাটরা ল্যাজেগোবরে হয়ে আসেন।
অকাশ বলেছেন, ‘আমার মতে ইংল্যান্ড সিরিজই চূড়ান্ত। তার আগে বোর্ড কোনও পদক্ষেপ নেবে না। ওই সিরিজ শেষে গৌতম গম্ভীরের কোচ হিসেবে এক বছরের মেয়াদ পূর্ণ হবে। এক বছর পালাবদল ঘটানোর জন্য যথেষ্ট সময়। তাই তখন তিনি কী কী বদল আনলেন, দলের কোন কোন খেলোয়াড়কে নতুন করে তৈরি করলেন, কাদের উন্নতি হল এই নিয়ে একটা পর্যালোচনা করা উচিত। আর সেটা হবেও।‘
আকাশের ভবিষ্যৎবাণী—চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপর ইংল্যান্ড সফর—দুটো প্রতিযোগিতাতেই যদি ভারত পরাস্ত হয়, তাহলে গৌতমের বিদায়ঘণ্টা নিশ্চিতভাবে বেজে উঠবে।