শেষ আপডেট: 20th January 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। ভারতের এই স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি দেখতে পাওয়া গিয়েছে তারুণ্যের মিশেল। বর্ডার-গাভাসকার ট্রফিতে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। আশঙ্কা করা হচ্ছিল, বেশ কয়েকজন ক্রিকেটারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ দেওয়া হতে পারে। দীর্ঘ সময় পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন মহম্মদ সামি। এর পাশাপাশি শুভমান গিলকে এই দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে। এবার টিম ইন্ডিয়ার এই স্কোয়াড নিয়ে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'আমি এই দলটাকে অবশ্যই সমর্থন করব। এই দল নির্বাচনের জন্য আমি বিসিসিআই এবং নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই। দেশের মাটিতে সিরিজ হারার পর দলে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া যায়। এমনকী, ক্রিকেটারদের দল থেকে বাদও দেওয়া হয়ে থাকে। আমি সবসময় একটাই কথা মনে করি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই দল থেকে বাদ দেওয়া কখনই উচিত নয়। ওঁরা বেরিয়ে গেলেই গোটা দলটা ছন্নছাড়া হয়ে যাবে। হতে পারে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছি। কিন্তু, এই অস্ট্রেলিয়াকেই ওদের ঘরের মাটিতে ২ বার হারিয়েছি আমরা। এটা বিশ্বেক আর কোনও দল পারেনি।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই বছর টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসতে চলেছে। প্রথম ম্যাচটি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচটা খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। এরপর ২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দল প্রতিটা ম্যাচই দুবাইয়ে খেলবে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল এবং কুলদীপ যাদব।