শেষ আপডেট: 24th January 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: প্রথমে ইনিংসে করেছিলেন ৩ রান। দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮। সব মিলিয়ে কেরিয়ার বাঁচানোর লক্ষ্যে রঞ্জিতে নামা রোহিত শর্মা মঞ্চকে কাজে লাগাতে পারলেন না।
জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১২০ রানেই গুটিয়ে গেছিল মুম্বই। জবাবে জম্মু ও কাশ্মীর তোলে ২০৬ রান। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ইতিমধ্যে ৫ উইকেট খুইয়ে ফেলেছে মুম্বই। ড্রেসিং রুমে ফিরে গেছেন রোহিত, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ারের মতো তারকারা।
বিকেসি স্টেডিয়ামে আজ শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত। দ্বিতীয় ওভারে ১ রানের মাথায় তাঁর ক্যাচ মিস করেন উমর নাজির। এরপরই ক্রিজে জমে যাওয়ার পর পরিচিত ঢঙে চার, ছয় হাঁকাতে থাকেন তিনি। কিন্তু ২৮ রানের মাথায় যুদ্ধবীর সিংয়ের বল শর্ট মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে বসেন রোহিত। সে যাত্রা ধরতে ভোলেননি আবিদ মুস্তাক।
অন্যদিকে এই ম্যাচেই ১৭ রানে আউট হন শ্রেয়স আইয়ার। বোলার ক্যাচের আবেদন জানান। বল ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে গেছিল। তাই আম্পায়ার আঙুল তোলেন। কিন্তু শ্রেয়স ক্রিজ ছাড়েননি। উলটে আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে তর্ক জুড়ে দেন। টালবাহানা মেটার পর অবশেষে নিরস্ত হন তিনি। হাঁটা দেন ড্রেসিং রুমের উদ্দেশে।