শেষ আপডেট: 11th February 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আপাতত সাফল্যের রাস্তায় দৌড়চ্ছেন। খুব কম বয়সেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য অর্জন করেছেন। শুধুমাত্র ভারতের মাটিতেই নয়, বিদেশের উইকেটেও তিনি সমানতালে সাফল্য অর্জন করেছেন। আর সেকারণে যশস্বী তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের অন্যতম সফল ক্রিকেটারের তকমা পেয়েছেন। সম্প্রতি তাঁর জীবনের এমন একটি অজানা গল্প শুনতে পাওয়া যাচ্ছে, যা শুনলে আপনার চোখেও জল আসবে।
সম্প্রতি যশস্বী জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, প্রথম স্যালারি পেয়ে তিনি কী করেছিলেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার বললেন, পুরো টাকাই তিনি মায়ের হাতে তুলে দিয়েছিলেন। ইতিমধ্যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে প্রশংসার জোয়ারে ভাসাতে শুরু করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মাত্র ১৩ বছর বয়সেই যশস্বী ক্রিকেট খেলার জন্য উত্তর প্রদেশের ছোট্ট গ্রাম সুরিয়া থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন। মুম্বইয়ের মতো একটা বড় শহরে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যশস্বীকে যথেষ্ট লড়াই করতে হয়েছিল। প্রথমদিকে তো তাঁর কাছে কোনও বাড়িও ছিল না। সেইসময় এক দুধ বিক্রেতা রাতের বেলা ঘুমোনোর জন্য একটা ছাদ দিয়েছিল। শর্ত ছিল, যশস্বীকে তাঁর দুধ বিক্রির কাজে সাহায্য করতে হবে। যশস্বী সারাদিন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে খুব স্বাভাবিকভাবে দুধ বিক্রির কাজে সাহায্য করতে পারতেন না।
এর ওই দুধ বিক্রেতা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর মুম্বইয়ের আজাদ ময়দানে একটি তাঁবুতে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন যশস্বী। নিরাপত্তারক্ষীর সঙ্গে থাকতেন তিনি। নিজের খরচ চালানোর জন্য অবসর সময়ে ফুচকাও বিক্রি করতেন। ভারতের এই বাঁ-হাতি ব্যাটার মুম্বইয়ে আয়োজিত হ্যারিস শিল্ড টুর্নামেন্টে যাবতীয় প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন। একটি ম্যাচে তিনি ৩১৯ রান করেন। এরপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ দলে তাঁকে নির্বাচন করা হয়েছিল।