শেষ আপডেট: 21st December 2023 19:04
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত কুস্তি কর্তা ব্রিজভূষণ সিং ক্ষমতায় না থাকলেও তাঁর সঙ্গী চেয়ারে বসলেন। সেই কারণেই ফের সর্বভারতীয় কুস্তি সংস্থায় বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠেছে।
বিজেপি সাংসদ ব্রিজভূষণ যৌন হয়রানিতে অভিযুক্ত। তাঁর বিষয়টি দিল্লি পুলিশ তদন্ত করছে। তিনি এক জুনিয়র মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করেছিলেন জাতীয় শিবির চলাকালীন। তেমনই দাবি ছিল বজরং পুনিয়া ও সাক্ষী মালিকদের। তাঁরা ব্রিজভূষণের থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার বিষয়ে সওয়াল করেছিলেন।
এমনকী নামী কুস্তিগিররা দিনের পর দিন যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন। কিন্তু বৃহস্পতিবার দিল্লির বুকে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। ব্রিজভূষণের কাছের সঙ্গী সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি সংস্থায় জিতে প্রেসিডেন্ট হয়েছেন। তিনি ৪০টি ভোটের ব্যবধানে হারিয়েছেন ক্রীড়াবিদদের পক্ষের প্রার্থী অনিতা শিওরানকে।
কমনওয়েলথ গেমসের কুস্তিগিররা যে প্যানেল দিয়েছিলেন, তার মধ্যে জিতলেন একমাত্র প্রেমচাঁদ লোচাব। সচিব পদে তিনি হারিয়েছেন দর্শন লালকে। এই নির্বাচন যে প্রহসন ছাড়া আর কিছুই নয়, সেটিও বলেছেন কমনওয়েলথ গেমসে সফল পদকজয়ীরা। তাঁদের মধ্যে সাক্ষী মালিক রাগে অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
নির্বাচনের ফল প্রকাশ হতেই সাক্ষী বলেছেন, ‘‘৪০ দিন টানা রাস্তায় শুয়ে থেকেছি আমরা। ওই সময় সারা দেশের অনেকেই আমাদের সাহায্য করেছেন, পাশে থেকেছেন। তারপরেও যদি ব্রিজভূষণের সঙ্গী ক্ষমতায় ফেরে, আমাদের বলার কিছুই নেই। আবারও মহিলা কুস্তিগিরদের ক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা ঘটবে। আমি সেই কারণেই অবসর নিলাম। দেশের হয়ে আর রিংয়ে নামব না।’’
ব্রিজভূষণ সরলেও তিনি যে তলে তলে ভালই সংগঠন চালিয়েছেন, তার ছায়াসঙ্গী জয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। ফল প্রকাশের পরেই মিডিয়ার মুখোমুখি হন বজরং, সাক্ষী, ভিনেশরা।