অন্তিম পাঙ্গাল
শেষ আপডেট: 8th August 2024 08:50
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারতীয় খেলোয়াড়কে নিয়ে বড় বিতর্ক অলিম্পিক্সের মঞ্চের কুস্তি বিভাগে। এবার দেশে ফেরানো হচ্ছে ৫৩ কেজি-তে খেলতে নামা মহিলা কুস্তিগীর অন্তিম পাঙ্গালকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
বুধবারই ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনাল ম্যাচের আগে ৫০ কেজির ক্যাটেগরি থেকে ডিসকোয়ালিফায়েড হয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। এই নিয়ে বুধবার থেকে চর্চা সারা বিশ্বজুড়ে। স্বপ্নভঙ্গের হতাশায় ডুবেছে সারা দেশ। এর মধ্যে আজ, বহস্পতিবার ভোরে নিজের অবসরও ঘোষণা করেছেন ভিনেশ। এরই মধ্যে ফের বড় খবর অলিম্পিক্সের কুস্তি বিভাগ থেকে।
জানা গেছে, নিজের বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেছিলেন অন্তিম। কিন্তু এই হারের পরে তিনি আর নিয়ম অনুযায়ী গেমস ভিলেজে ফেরেননি, চলে গিয়েছিলেন বাইরে। বাইরে গিয়ে বোন নিশার সঙ্গে ছিলেন তিনি। এর পরে সেই নিশা অন্তিমের পরিচয়পত্র ব্যবহার করে ফের গেমস ভিলেজে ঢুকতে গিয়েছিলেন, দিদির জিনিসপত্র নেবেন বলে। সেখানেই আটক করা হয় অন্তিমের বোনকে। তাঁর পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শৃঙ্খলাভঙ্গের এই অভিযোগে তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, অলিম্পিক্সে মহিলাদের ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ৫৩ কেজির ক্যাটেগরি-তে ভারত থেকে খেলার সুযোগ পেয়েছেন অন্তিম পাঙ্গাল। তিনি এই ক্যাটেগরিতে নেমেছেন বলেই, এই ক্যাটেগরিতে খেলার সুযোগ পাননি ভিনেশ ফোগত। ফোগতের নিজস্ব ক্যাটেগরি ৫৩ কেজি হলেও, তিনি বাধ্য হয়ে আরও ওজন কমিয়ে নেমেছেন ৫০ কেজির ক্যাটেগরিতে। সেখানেই প্রাণপাত করে চেষ্টা করেও শেষ ম্যাচের আগে পুরো ওজন কমাতে পারেননি তিনি, ১০০ গ্রাম বেশি হয়ে যায় ওজনের কাঁটা। এর ফলে ফাইনাল থেকে ডিসকোয়ালিফায়েড হন তিনি।
এখন, ভিনেশের নিজস্ব ক্যাটেগরি ৫৩ কেজি-তে যে জন্য তিনি সুযোগ পাননি, যে সুযোগ পেয়েছিল অন্তিম, তা-ও হারাল পুরোপুরি। শৃঙ্খলাভঙ্গের দায়ে অলিম্পিক্স থেকে বার করে দেওয়া হল তাঁকে। ভারতীয় দলকে পুরো বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যেই। অন্তিমকেও ইতিমধ্যেই প্যারিস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিচয়পত্রও নিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাঁর আর কোনও শাস্তি হবে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।
জানা গেছে, বুধবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে হেরে বাদ যান তিনি। তার পরে নাকি আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম। তাঁর কোচ ও বোন নিশা ভিলেজের বাইরে যে হোটেলে রয়েছেন, সেখানেই চলে যান অন্তিম। নিয়ম ভেঙে সন্ধেয় অনুশীলনেও যাননি তিনি। পরে তাঁর জিনিসপত্র গেমস ভিলেজ থেকে ফেরত আনতে বোন নিশাকে পাঠান তিনি। বোনের হাতে নিজের পরিচয়পত্রও দেন। কিন্তু সেটি নিয়ে গেমস ভিলেজে ঢোকার সময় প্যারিস পুলিশ নিশাকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে অন্তিমকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন আয়োজকরা।