শেষ আপডেট: 9th December 2023 20:41
দ্য ওয়াল ব্যুরো: বৃন্দা দীনেশ বা কাশভি গৌতমের নাম অনেকেরই অজানা। তবে শনিবার বিকেলের পর থেকেই গুগলের সবচেয়ে বেশি সার্চ হচ্ছে এই দুই নামই। হবে নাইবা কেন। মেয়েদের আইপিএল নিলাম ইতিহাস গড়লেই এই দুই ভারতীয় তনয়া!
প্রথমেই আসা যাক, বৃন্দার কথায়। বয়স মাত্র ২২ বছর। সুন্দরী এই তরুণী ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা হয়তো বুঝেছেন মহিলা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিরা। না হলে ১০ লাখ থেকে দাম ওঠে ১ কোটির বেশি! হ্যাঁ ঠিকই পড়েছেন। এদিনের নিলামে বৃন্দাকে নিয়ে রীতিমতো লড়াই করলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। সবচেয়ে বেশি লড়াই চলে ইউপি ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ টাকায় বৃন্দাকে নিজেদের দলে নেয় ইউপি ওয়ারিয়র্স।
কর্নাটক ঘরোয়া ক্রিকেটে খুবই জনপ্রিয় নাম বৃন্দার। ব্যাট হাতে ওপেন করতেই ভালবাসেন তিনি। ভারতীয় সিনিয়র মহিলা দলের সদস্যও বৃন্দা। টি২০ ট্রফিতে ৭ ইনিংসে মোট ২১১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৪.০১। ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত ১৭ টি-২০ ম্যাচ খেলেছেন বৃন্দা। রান ৩৫৭। মহিলাদের ক্রিকেটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন।
এত গেল বৃন্দার কথা। এবার আসা যায় কাশভি গৌতমের প্রসঙ্গে। মহিলা প্রিমিয়ার লিগের নিলামে তিনিও ঝড় তুলেছেন। ২০ বছর বয়সি কাশভিকে নিতেও কাড়াকাড়ি পড়ে যায় ফ্র্যাঞ্চাইজির মধ্যে। শেষ পর্যন্ত ২ কোটি টাকায় কাশভিকে কিনল গুজরাত জায়ান্টস। কাসভিকে নেওয়ার জন্যও লড়েছিলেন ইউপি ওয়ারিয়ার্স।
ফাস্ট বোলার-অলরাউন্ডার কাশভির নজরকাড়া পারফরম্যান্সই মাথায় ছিল টিম মালিকদের। ভারতের ঘরোয়া ক্রিকেটে অনূর্দ্ধ-১৯ প্রতিযোগিতায় চণ্ডীগড় দলের সদস্য কাশভি এক ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন। এই প্রতিযোগিতায় ৭ ম্যাচে ১২ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এখন দেখার এই দুই ভারতীয় তনয়া কেমন খেলেন প্রিমিয়ার লিগে!